Ten Police Killed In Blast: মাওবাদী সন্ত্রাস, দান্তেওয়াড়ায় অভিযান সেরে ফেরার পথে গাড়ি বিস্ফোরণে নিহত দশ পুলিশ
দি বেঙ্গলি নিউজরুম ওয়েবডেস্ক: মাওবাদী সন্ত্রাসের (Maoist Terrorism) মারণ বিভীষিকা ফিরে এল ছত্তিশগড়ের দান্তেওয়াড়ায়। ছত্তিশগড়ের বস্তার জেলায় পুলিশের গাড়িতে বিস্ফোরণে মৃত্যু হল দশজন পুলিশ কর্মীর (Ten Police Killed In Blast)। জানা গিয়েছে গোপন সূত্রে খবর পেয়ে মাওবাদী দমন অভিযান সেরে ওই পুলিশ কর্মীরা ফিরছিলেন। সেইসময়ই আইইডি বিস্ফোরণ ঘটে। নিহত পুলিশ কর্মীরা ছত্রিশগড় পুলিশের ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ডের সদস্য ছিলেন। তাঁদের অধিকাংশই স্থানীয় আদিবাসী। মাওবাদী মোকাবিলায় তারা প্রশিক্ষণপ্রাপ্ত। মাওবাদী সন্ত্রাসের প্রধান কেন্দ্র বস্তারে ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ড সন্ত্রাসবাদী দমনে একাধিক সফল অভিযান করেছে। ঘটনার পর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেলের সঙ্গে কথা বলে সম্ভাব্য সমস্তরকম সাহায্যের আশ্বাস দিয়েছেন।
মুখ্যমন্ত্রী টুইট করে জানিয়েছেন
ডিআরজির দশজন জওয়ান,যাঁরা গোপনসূত্রে খবর পেয়ে মাওবাদী অভিযান সেরে ফেরার পথে
বিস্ফোরণে প্রাণ হারিয়েছেন। ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। নিহতদের পরিবারকে তাঁরা
সমবেদনা জানাচ্ছেন। তাঁদের আত্মার শান্তি কামনা করছেন তিনি। প্রসঙ্গত, গত ছ দশক
ধরে সরকারের বিরুদ্ধে সশস্ত্র লড়াইয়ের ডাক দিয়ে কয়েকশো নিরীহ মানুষকে খুন করেছে
মাওবাদীরা। তাদের দাবি তারা দেশের আর্থিক রমরমা থেকে হারিয়ে যাওয়া গরিবদের হয়ে
তারা লড়াই করে থাকে। ১৯৬৭ সাল থেকে দেশের অভ্যন্তরীণ নিরাপত্তার ক্ষেত্রে এই
সন্ত্রাস গোষ্ঠীকে সব থেকে বড় হুমকি বলে মনে করা হয়। রেড করিডর তৈরি করে
মাওবাদীরা তাদের সন্ত্রাস চালিয়ে যাচ্ছে। গহীন অরণ্যে তারা পুলিশ ও নিরাপত্তা
বাহিনীর বিরুদ্ধে মারণ অভিযান চালিয়ে যাচ্ছে তারা।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন