Man Fired At Woman In Delhi Court: আইনজীবীর পোশাক পরে আদালত চত্বরে মহিলাকে পরপর গুলি, সরগরম রাজধানী
দি বেঙ্গলি নিউজরুম ওয়েবডেস্ক: রুদ্ধশ্বাস থ্রিলারকেও ( Real Thriller) হার মানিয়ে দেবে দক্ষিণ দিল্লির ভরা আদালত চত্বরের এই ঘটনা। শুক্রবার সকালে আইনজীবীদের মতো কালো গাউন গায়ে চাপিয়ে এক মহিলাকে পরপর গুলি করল এক ব্যক্তি (Man Fired At Woman In Delhi Court)। গুলিবিদ্ধ মহিলাকে তৎক্ষণাৎ হাসপাতালে নিয়ে যায়। ঘটনায় হকচকিত সবাই। মহিলাকে গুলি চালানোর ঘটনায় আদালত চত্বরে রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি হয়। পুলিশ জানিয়েছে একটি অর্থকরী বিষয়ে মামলার শুনানির সময় ওই ব্যক্তিটি পরপর চারটি গুলি চালায়। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে অভিযুক্ত ব্যক্তি পেশায় আইনজীবী হলেও বর্তমানে সাসপেন্ড রয়েছেন। ২০২২ সালে সাকেত থানায় মহিলার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ দায়ের করেছিল ওই সাসপেন্ড হওয়া আইনজীবী। অভিযোগ করা হয়েছিল মোটা অঙ্কের লাভের টাকা ফেরতের প্রতিশ্রুতি দিয়ে ওই মহিলা তার কাছ থেকে পঁচিশ লক্ষ টাকা নিয়েছিল। এদিন সকালে কালো গাউন পরে আদালতে পৌঁছয় ওই সাসপেন্ড হওয়া ব্যক্তি। সেসময় মামলা নিয়ে তাঁর আইনজীবীর সঙ্গে কথা বলছিলেন ওই মহিলা। সেসময়ই পরপর চারটি গুলি চালায় অভিযুক্ত। গুলি চালিয়ে ক্যান্টিনের পেছনের দরজা থেকে পালিয়ে যায়।
দিন কয়েক
আগেই দক্ষিণ-পশ্চিম দিল্লির দ্বারকায় বাইকে চড়ে এসে এক আইনজীবীকে গুলি করে খুন করে
দুই দুষ্কৃতী। দুষ্কৃতীরা আইনজীবী সেজেই আদালতে ঢুকেছিল। ওই ঘটনার পর আইনজীবীদের
নিরাপত্তা সুনিশ্চিত করার ব্যাপারে দিল্লি হাইকোর্টে একটি আবেদন করা হয়।
আবেদনকারীরা জানিয়েছিলেন ঠান্ডা মাথায় প্রভাবশালী ও প্রবীণ আইনজীবীকে খুন করার
দৃশ্য দেখার পর তাঁদের নিজেদের নিরাপত্তা নিয়ে তাঁরা দারুণভাবে চিন্তিত। দিল্লিতে
যদি আইনজীবীদের সুরক্ষার ব্যাপারে অ্যাডভোকেট প্রোটেকশন অ্যাক্ট পাস না হয়,
তাহলে আইনজীবীদের বিরুদ্ধে দুষ্কৃতীদের বেপরোয়া মনোভাব বেড়ে যাবে। প্রসঙ্গত, রাজধানীতে
আদালত চত্বরে হিংসার ঘটনা বেড়ে গিয়েছে,যা রীতিমতো উদ্বেগের। গত বছর রোহিণীতে
দুজন আইনজীবীর পোশাক পরে গ্যাংস্টার জিতেন্দর মান ওরফে গোগীকে লক্ষ্য করে একাধিক
গুলি চালায়। পুলিশ বন্দুকবাজদের বিরুদ্ধে পাল্টা গুলি চালায়। গত এপ্রিলে দুজন
আইনজীবী ও মক্কলের মধ্যে হাতহাতির ওই আদালতে গুলি চালানোর ঘটনা ঘটে।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন