Prosthetic Hand Fitted: স্বামীর কেটে ফেলা “হাত” ফিরে পেলেন কেতুগ্রামের সেই রেণুকা, চাকরিও!

 

দি বেঙ্গলি নিউজরুম ওয়েবডেস্ক: উজ্জ্বল উদ্ধার। একবছর আগে নার্সিং প্রশিক্ষণ নিতে প্রস্তুতি নিচ্ছিলেন পঁচিশ বছরের ওই বিবাহিতা মহিলা। কিন্তু তার সেই ইচ্ছে মনঃপুত হয়নি তাঁর স্বামীর। শাস্তি হিসেবে সোজা একটা কবজিই কেটে ফেলেছিল তাঁর স্বামী ও দুই আত্মীয় (Husband Chopped Hand Of Wife)। এক বছর পর কলকাতার এক বেসরকারি হেলথ কেয়ার ক্লিনিকে প্রতিস্থাপন করা হল কৃত্রিম হাত (Prosthetic Hand Fitted)। এই মুহূর্তে সেই হাত দিয়ে পেনে লেখাও শুরু করে দিয়েছেন তিনি। চাকরিতে যোগ দেওয়ার প্রস্তুতিও নিতে শুরু করে দিয়েছেন তিনি। ২০২২ সালে পূর্ব বর্ধমানের কেতুগ্রামের বাসিন্দা বিবাহিতা ছাব্বিশ বছরের রেণুকা খাতুনের জীবনে নেমে এসেছিল সেই ভয়ঙ্কর অভিশাপ। ধারালো অস্ত্রের কোপে হাত খুইয়ে দু চোখে অন্ধকার দেখেছিলেন তিনি। তবু আশা ছাড়েননি। হাত খোওয়ানোর সপ্তাদুয়েক পর অদম্য মনের সাহস নিয়ে শুরু করেছিলেন পূর্ব বর্ধমানের চিফ মেডিকেল অফিসার অব হেলথের অফিসের। রেণুকার স্বামীর ভয় ছিল চাকরি পেলে তার স্ত্রী অন্য পুরুষের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়বে। 


ঘটনার চারদিন পরে অভিযুক্ত স্বামীকে মুর্শিদাবাদের সালার থেকে গ্রেফতার করে পুলিশ। দুর্গাপুরে চিকিৎসা চলাকালীন লীনা গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বে চার সদস্যের দল তাঁর সঙ্গে দেখা করেছিলেন। রেণুকাকে ভরসা দিয়ে আশা না ছাড়ার কথা বলেছিলেন তিনি। রেণুকা জানিয়েছিলেন তাঁর আশা এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিশ্চয় তাঁর কথা ভাববেন এবং একটা চাকরির ব্যবস্থা করে দেবেন। একবছর আগের রেণুকার সঙ্গে আজকের এই পরিবর্তন সত্যি প্রশংসা পাওয়ার মতো।  

 

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

Girls Trafficking Racket By NGO :গণবিবাহের নামে মেয়ে বিক্রির চক্র, কাঠগড়ায় স্বেচ্ছাসেবী সংস্থা!

Alor Fulki- A Classic Documentary: আলোর ফুলকি, কল্পনার নির্যাসে তৈরি অন্য এক রূপকথার খোঁজ

RBI Clarifies On Missing Notes: কোটি কোটি পাঁচশো টাকার নোট উধাও, তথ্যাধিকারের তথ্য উড়িয়ে দিল আরবিআই!