Controversy On The Kerala Story: লাভ জেহাদের আড়ালে ধর্মান্তরিত করে আইএস জঙ্গি গোষ্ঠীতে নিয়োগ, দ্য কেরালা স্টোরি ছবি ঘিরে তোলপাড় দক্ষিণের রাজ্য
দি বেঙ্গলি নিউজরুম ওয়েবডেস্ক: লাভ জেহাদের নামে কেরলে তরুণীদের ইসলাম ধর্মে ধর্মান্তরণ। ধর্মান্তর করে জঙ্গি গোষ্ঠী আইএসে নিয়োগ। হলে মুক্তি পাওয়ার আগেই ছবির বিষয় বস্তু ঘিরে বড়সড় বিতর্কে জড়াল “দ্য কেরালা স্টোরি” (Controversy On The Kerala Story)। ছবিতে তরুণীদের ইসলাম ধর্মে ধর্মান্তরিত (Conversion Into Islam) হওয়ার ঘটনা তুলে ধরা হয়েছে, আর তাতেই গোল বেঁধেছে দক্ষিণের বামশাসিত রাজ্য কেরলে (Left Ruled Kerala)। ছবিটি মুক্তি পাওয়ার কথা পাঁচ মে। তার আগে ট্রেলার দেখানোর পর থেকে ফুটতে শুরু করেছে গোটা রাজ্য। নীরবতা ভেঙে মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন ছবির পরিচালকের কড়া সমালোচনা করে বলেছেন ছবিটিতে কেরলকে লাভ জেহাদের দৃষ্টিকোণ থেকে ধর্মীয় উগ্রপন্থার কেন্দ্র হিসেবে তুলে ধরা হয়েছে। সঙ্ঘ পরিবারের মদতেই এই ঘটনা ঘটানো হয়েছে। বিতর্কিত ছবিটির কাহিনিকার এবং পরিচালক সুদীপ্ত সেন।
বাম মুখ্যমন্ত্রী বলেছেন ওই হিন্দি
ছবিটির ট্রেলার দেখে প্রথম ঝলকেই বোঝা যাচ্ছে ছবিটি সাম্প্রদায়িক মেরুকরণ ও
কেরলের বিরুদ্ধে ঘৃণা বিদ্বেষ প্রচারের উদ্দেশ্যে করা হয়েছে। ছবির সমালোচনা করে
বিজয়ন তাঁর ফেসবুকে লিখেছেন ছবির ট্রেলার থেকে ইঙ্গিত পাওয়া গিয়েছে ধর্ম
নিরপেক্ষতার কেন্দ্র কেরলকে সঙ্ঘ পরিবারের প্রচারের দৌলতে ধর্মীয় উগ্রপন্থার কেন্দ্র
হিসেবে তুলে ধরা হয়েছে। কেরলে ভোটের ফসল তুলতে সঙ্ঘপরিবারের নানা ধরণের চেষ্টার
প্রেক্ষিতে এই প্রচারমূলক ছবি করা হয়েছে। বিজয়ন আরও লিখেছেন তদন্ত এজেন্সিগুলি, আদালত,কেন্দ্রীয়
স্বরাষ্ট্রমন্ত্রক খারিজ করা লাভ জেহাদকে তুলে ধরতে পরিকল্পনা করেই ছবিটি করা হয়েছে।
এমনকী কেন্দ্রীয়মন্ত্রী জি কিষাণ রেড্ডি সংসদে এক প্রশ্নের উত্তরে জানিয়েছেন লাভ
জেহাদ বলে কোনও কিছু নেই। তবু ছবিটির মূল বিষয়বস্তু সেই মিথ্যেকে তুলে ধরা,যা
গোটা দুনিয়ার কাছে কেরলের ভাবমূর্তিকে কালিমালিপ্ত করা। কেরলে ধর্মীয় ভাতৃত্বকে
ধ্বংস করার জন্য উঠে পড়ে লেগেছে সঙ্ঘ পরিবার। বদলে সাম্প্রদায়িকার বিষাক্ত বীজ
বপন করছে তারা। উল্লেখ্য, ছবির ট্রেলার থেকে জানা গিয়েছে কেরল থেকে অন্তত বত্রিশ হাজার
তরুণী ইসলাম ধর্মে ধর্মান্তরিত হয়েছেন। তাদের সিরিয়া ও অন্যান্য দেশে ইসলামিক
স্টেট সংগঠনে নিয়োগ করা হয়েছে। ইতিমধ্যেই ছবিটির বিরুদ্ধে কেরলের মুখ্যমন্ত্রী
দফতরে অভিযোগ দায়ের করেছেন চেন্নাইয়ের এক সাংবাদিক। অভিযোগে জানানো হয়েছে ছবিটি
ভারতের গোয়েন্দা এজেন্সিগুলির আত্মবিশ্বাসকে প্রশ্নের মুখে ঠেলে দিয়েছে।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন