Killed Manager On Theft Suspicion: যোগী রাজ্যে চুরি সন্দেহে অফিসের ম্যানেজারকে বেঁধে পিটিয়ে খুন, গ্রেফতার মালিক-সহ সাত


 

দি বেঙ্গলি নিউজরুম ওয়েবডেস্ক: এমন নৃশংস ও অমানবিক ঘটনা (Cruel And Inhuman Incident) যা দেখে কোনও সংবেদনশীল মানুষই শিউরে উঠবেন। তেমনই এক নৃশংস ও অমানবিক ঘটনার সাক্ষী হল যোগীরাজ্যের শাহজাহানপুর (Uttar Pradesh)। সেখানকার পরিবহণ ব্যবসায়ীর অফিসে চুরির অভিযোগে পিটিয়ে মারা হল বত্রিশ বছরের ম্যানেজারকে (Killed Manager On Theft Suspicion)। মেরে ফেলার পর তাঁর দেহ ফেলে রাখা হল সরকারি হাসপাতালের বাইরে। ওই পরিবহণ ব্যবসায়ীর অফিসে ম্যানেজার হিসেবে কাজ করতেন শিবম জোহরি নামে ওই ব্যক্তি। অফিসে চুরির ঘটনা ঘটে। মালিকের সন্দেহ চুরির ঘটনায় ম্যানেজার জড়িত। এরপর চুরি সন্দেহে ম্যানেজারকে বেঁধে মারার নির্দেশ দেয় মালিক। মালিকের নির্দেশে শিবমকে ধরে তাঁকে বেঁধে ফেলে বাকি কর্মীরা। বেঁধে ফেলার পর তাঁকে লোহার রড দিয়ে বেধড়ক মারা হয়। মারের চোটে মৃত্যু হয় ম্যানেজারের। ম্যানেজারকে নৃশংসভাবে মারা দৃশ্যের ভিডিও ভাইরাল হয়। ভিডিওয় দেখা যায় জনা সাতেক লোক তাঁকে বেঁধে লোহার রড দিয়ে মেরে চলেছে। যন্ত্রণা চিৎকার করে উঠছেন ম্যানেজার।  ভিডিও ভাইরাল হওয়ার পর সাতজনের বিরুদ্ধে খুনের মামলা রুজু করেছে পুলিশ। মঙ্গলবার রাতে ম্যানেজারকে মেরে ফেলার পর তাঁর দেহ সরকারি মেডিকেল কলেজ-হাসপাতালের বাইরে ফেলে রেখে যায় অভিযুক্তরা। তাঁর পরিবারকে জানানো হয় বিদ্যুৎপৃষ্ট হয়ে শিবমের মৃত্যু হয়েছে। 

হাসপাতালে তাঁর দেহ পরীক্ষার পর গভীর আঘাতের চিহ্ন দেখতে পায় পুলিশ। তারপরই তদন্ত শুরু করে তারা। তদন্তে নেমে পুলিশ জানতে পারে নিহত শিবম গত সাতবছর ধরে পরিবহণ ব্যবসায়ী বঙ্কিম সুরির অফিসে কাজ করতেন। সম্প্রতি নামী ব্যবসায়ী প্রতিষ্ঠান কানাইয়া হোসিয়ারির একটি প্যাকেট চুরি যায়। এই ঘটনায় পরিবহণ অফিসের একাধিক কর্মীকে চুরি সন্দেহে হেনস্থা করা হয়। অভিযুক্তদের মধ্যে রয়েছে কানাইয়া হোসিয়ারির মালিক নীরজ গুপ্ত বলে জানিয়েছে পুলিশ। তারা কানহাইয়া হোসিয়ারির অফিস চত্বর থেকে একটি গাড়ি বাজেয়াপ্ত করেছে। সন্দেহ করা হচ্ছে অপরাধের সঙ্গে গাড়িটির যোগ রয়েছে। পুলিশ জানিয়েছে ময়না তদন্তের রিপোর্ট এলে সব কিছু পরিষ্কার হয়ে যাবে।  

 

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

Girls Trafficking Racket By NGO :গণবিবাহের নামে মেয়ে বিক্রির চক্র, কাঠগড়ায় স্বেচ্ছাসেবী সংস্থা!

Alor Fulki- A Classic Documentary: আলোর ফুলকি, কল্পনার নির্যাসে তৈরি অন্য এক রূপকথার খোঁজ

RBI Clarifies On Missing Notes: কোটি কোটি পাঁচশো টাকার নোট উধাও, তথ্যাধিকারের তথ্য উড়িয়ে দিল আরবিআই!