Heat Stroke Death In Maharashtra: নবি মুম্বইয়ে হিট স্ট্রোকে মৃত্যু এগারোজনের, আরও বাড়বে গরম,জানাল আবহাওয়া অফিস

 


দি বেঙ্গলি নিউজরুম ওয়েবডেস্ক: প্রবল গরমে মহারাষ্ট্রে (Heat Stroke Death In Maharashtra) মৃত্যু হল এগারোজনের। অসুস্থ পঞ্চাশজন। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। রবিবার নবি মুম্বইয়ে (Navi Mumbai) রাজ্য সরকারের মহারাষ্ট্র ভূষণ সম্মান প্রদান অনুষ্ঠান হচ্ছিল। অনুষ্ঠানে পুরস্কার বিতরণ করছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে ও উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ। প্রবল গরমে ওই অনুষ্ঠানে কয়েক হাজার মানুষ খোলা আকাশের নীচে জমায়েত হয়েছিলেন। প্রবল গরমে হিটস্ট্রোকে আক্রান্ত হন অনেকে। তাঁদের মধ্যে এগারোজনের মৃত্যু হয়। অসুস্থদের ভর্তি করা হয় হাসপাতালে। বেলা সাড়ে এগারোটা থেকে দুপুর দেড়টা পর্যন্ত অনুষ্ঠান চলে। বিশাল অনুষ্ঠানে অডিও,ভিডিওর ব্যবস্থা করা হলেও মাথার ওপর কোনও ছাউনির ব্যবস্থা ছিল না। মাথার ওপর গনগনে সূর্য এবং তাপমাত্রা ছিল ৩৮ ডিগ্রি।

 বিশিষ্ট সমাজকর্মী আপ্পা সাহেব ধর্মাধিকারীকে সম্মান প্রদান করা হয়। এই ঘটনাকে মর্মান্তিক বলে বর্ণনা করেছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে। মৃতদের পরিবারের সদস্যদের পাঁচ লক্ষ টাকা ক্ষতিপূরণের কথা ঘোষণা করেছেন তিনি। হাসপাতালে অসুস্থদের দেখতে যান মুখ্যমন্ত্রী। শিন্ডে জানান চিকিৎসকরা জানিয়েছেন সান স্ট্রোকে সাত থেকে আটজন মারা গিয়েছেন। পঞ্চাশজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। এখনও সেখানে চব্বিশজন রয়েছেন। বাকিদের ছেড়ে দেওয়া হয়েছে। উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ টুইট করে জানিয়েছেন হাসপাতালে চিকিৎসাধীনদের চিকিৎসার খরচ সরকার দেবে। এই মুহূর্তে সারা দেশই প্রবল দাবদাহে জ্বলছে। আবহাওয়াবিদেরা জানিয়েছেন আগামী পাঁচদিনে তিন থেকে পাঁচ সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি পাবে। গত ফেব্রুয়ারি ছিল উষ্ণতম মাস। বৃষ্টি হয়েছে স্বাভাবিকের থেকেও কম।     

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

Girls Trafficking Racket By NGO :গণবিবাহের নামে মেয়ে বিক্রির চক্র, কাঠগড়ায় স্বেচ্ছাসেবী সংস্থা!

Alor Fulki- A Classic Documentary: আলোর ফুলকি, কল্পনার নির্যাসে তৈরি অন্য এক রূপকথার খোঁজ

RBI Clarifies On Missing Notes: কোটি কোটি পাঁচশো টাকার নোট উধাও, তথ্যাধিকারের তথ্য উড়িয়ে দিল আরবিআই!