Arabindo Kejriwal Under CBI Scanner: মণীশ সিসোদিয়ার পর এবার সিবিআইয়ের তলব কেজরিওয়ালকে, ষড়যন্ত্র দেখছে আপ!
যদিও সিবিআইয়ের তলব নিয়ে কোনও মন্তব্য করেননি দিল্লির মুখ্যমন্ত্রী।
এর আগে তিনি বলেছিলেন আবগারি কেলেঙ্কারি বলে আদতে কিছু নেই। সিবিআইয়ের এই
পদক্ষেপকে রাজনৈতিক প্রতিহিংসা বলে বর্ণনা করে আম আদমি পার্টি জানিয়েছে যেহেতু
প্রধানমন্ত্রীর কড়া সমালোচক,তাই তাকে নিশানা করেছে কেন্দ্রের শাসকদল বিজেপি।
আপের প্রবীণ নেতা সঞ্জয় সিং জানিয়েছেন এইসব উদ্দেশ্যপ্রণোদিত অভিযোগে আপের কোনও
নেতা ভীত নন। অতীতে আপের বহু মন্ত্রী,নেতাকে নিশানা করা হয়েছিল। প্রধানমন্ত্রী
নরেন্দ্র মোদী সরকারের মতো সবচেয়ে দুর্নীতিগ্রস্ত সরকারের বিরুদ্ধে তাঁদের লড়াই
চলবে। প্রসঙ্গত, গত বছর দিল্লি সরকারের চালু করা আবগারি নীতি সম্পর্কে অভিযোগের
তদন্ত করছে সিবিআই। ওই নীতি অনুযায়ী রাজধানীতে মদ বিক্রির ব্যাপারে সরকারের
নিয়ন্ত্রণে ইতি ঘটিয়েছিল। এবং বেসরকারি খুচরো বিক্রেতাদের অন্যায্য সুবিধে পাইয়ে
দিয়েছিল। এই নয়ছয়ে কেজরিওয়াল সরকারের সর্বোচ্চ স্তরে জড়িত থাকার অভিযোগ এনে
কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা জানিয়েছিল এর ফলে কোটি কোটি টাকা লুঠ হয়েছে এবং গত
বছর গোয়ায় আম আদমি পার্টির নির্বাচনী তহবিলে সেই টাকা কাজে লাগানো হয়েছে। এই
মামলায় গত ফেব্রুয়ারিতে মণীশ সিসোদিয়ার গ্রেফতারিই ছিল সবচেয়ে বড়মাপের গ্রেফতারি।
টাকা নয়ছয় মামলায় ইডি তাঁকে নিজেদের হেফাজতে নেওয়ার সময়ই গ্রেফতার করা হয়।
রাজনৈতিক মহলের মতে, ২০১১ সালে দুর্নীতি বিরোধী আন্দোলনের সূত্রে রাজনৈতিক
কেরিয়ার তৈরি হওয়া কেজরিওয়ালের আম আদমি পার্টি সম্প্রতি মোদীর বিজেপির বিকল্প
হিসেবে জাতীয় দলের তকমা পেয়েছে। অন্যদিকে কেন্দ্রীয় এজেন্সির লাগাতার হেনস্থার
বিরুদ্ধে আগামী লোকসভা ভোটে বিরোধীদের একজোট দিয়ে কেন্দ্রের শাসকদল বিজেপিকে
তারা বড় রকমের চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। কেজরিওয়ালের দলের এহেন উত্থানকে আটকাতে
সিবিআইকে সামনে এগিয়ে মোদী-অমিত শাহ পাল্টা প্রতিরোধের রাস্তায় হাঁটতে চাইছেন
বলেই মনে করছে রাজনৈতিক মহল।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন