Modi Is Poisonous Snake : মোদীকে বিষধর সাপের সঙ্গে তুলনা খারগের, ভোটমুখি কর্ণাটকে চরমে বিজেপি-কংগ্রেসের তরজা
দি বেঙ্গলি নিউজরুম ওয়েবডেস্ক: বিধানসভা ভোটের আগে হাইভোল্টেজ রাজনৈতিক প্রচারে রীতিমতো তপ্ক হয়ে উঠেছে কর্ণাটক (Poll Bound Karnataka)। শাসকদল বিজেপি এবং প্রধান বিরোধী দল কংগ্রেসের লড়াইয়ে এই মুহূর্তে তেতে উঠেছে দক্ষিণের এই রাজ্য। একদিকে ভোটের প্রচারে এসে কংগ্রেসকে জেতালে রাজ্যে সাম্প্রদায়িক হিংসা বাড়তে পারে বলে মন্তব্য করে সুর চড়িয়ে দিয়েছেন অমিত শাহ, অন্যদিকে প্রচারে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বিষধর সাপের সঙ্গে তুলনা করে (Modi Is Poisonous Snake) লড়াই আরও ঘোরালো করে তুলেছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খারগে। তাঁর ওই মন্তব্যের পরেই বিজেপি কড়া সমালোচনা করে জানিয়েছে (Counter Attack By BJP) এ ধরণের ন্যক্কারজনক মন্তব্য করে তাদের মানসিকতাকে সামনে নিয়ে এসেছে রাজ্যের প্রধান বিরোধী দল কংগ্রেস।
তবে মন্তব্য করার পর অবস্থান থেকে সরে গিয়ে খারগে বলেছেন তিনি মোদীকে নিশানা করে ওই মন্তব্য করেননি। তাঁর নিশানায় ছিল বিজেপির বিভেদকামী আদর্শ। টুইটে কংগ্রেস সভাপতি লিখেছেন বিজেপির আদর্শ দরিদ্রদের প্রতি বিভেদকামী, ঘৃণা ও কুসংস্কারে ভরা। তিনি ঘৃণা বিদ্বেষের বিষয়টি নিয়ে কথা বলেছিলেন। তাঁর মন্তব্য ব্যক্তিগতভাবে মোদী বা কোনও ব্যক্তিবিশেষকে লক্ষ্য করে করা হয়নি। তবে তিনি যে দলের হয়ে প্রতিনিধিত্ব করেন, তাকে নিশানা করেই ওই মন্তব্য করা হয়েছে। মোদীর বিরুদ্ধে কংগ্রেসের লড়াই নয়। এটা একটা আদর্শের লড়াই।
টুইটে খারগে জানান কারো আবেগকে আঘাত করা তাঁর
উদ্দেশ্য ছিল না। জ্ঞানত বা অজ্ঞানত যদি কেউ আঘাত পান, তা করতে তিনি চাননি। খারগে
জানিয়েছেন তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবনে এমনটা কখনও ঘটেনি। তিনি বরাবরই তাঁর বন্ধু বা
বিরোধীদের ব্যাপারে রাজনৈতিক সংশোধন, নিয়মনীতি ও ঐতিহ্য মেনে চলেছেন। তাঁর জীবনের
শেষ নিঃশ্বাস নেওয়ার আগে পর্যন্ত তা-ই করে যাবেন। জোরের সঙ্গে জানিয়েছেন তিনি
বরাবরই বিজেপি ও আরএসএসের বিভেদকামী রাজনীতির বিরোধিতা করে এসেছেন। তবে খারগের
ব্যাখ্যা গেরুয়া শিবিরের রোষ কোনওভাবেই কমাতে পারেনি। তারা পাল্টা কংগ্রেসকে
আক্রমণ করে জানিয়েছে কংগ্রেস তাদের অভ্যাসমতো বরাবরই প্রধানমন্ত্রী মোদী ও অন্যান্য
অনগ্রসর শ্রেণিকে আক্রমণ করে থাকে। সংবাদমাধ্যমকে কেন্দ্রীয়মন্ত্রী নিত্যানন্দ রাই
জানান, এর আগে রাহুল গান্ধী প্রধানমন্ত্রীর পদবি নিয়ে অসম্মানজনক মন্তব্য
করেছিলেন। আর এখন কংগ্রেস সভাপতি খারগে প্রধানমন্ত্রীকে বিষধর সাপ বলে বর্ণনা
করেছেন। কংগ্রেসের প্রতি তাঁর জিজ্ঞাসা, খারগেজি, এটাই কি কংগ্রেস, যারা বিষ
ছড়ায়। যারা সমাজে বিভেদ, দেশভাগ, সরকার পরিচালনায় দুর্নীতি করে চলেছে।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন