Sharad Pawar Backed Adani : আদানির বিরুদ্ধে বিরোধীদের তদন্তের দাবি নিয়ে প্রশ্ন তুলে দিলেন শরদ পাওয়ার, সপাটে জবাব তৃণমূলের
দি বেঙ্গলি নিউজরুম ওয়েবডেস্ক: বিরোধীদের মুহুর্মুহু নিশানায় থাকা আদানি নির্দোষ? (Goutam Adani) হিন্ডেনবার্গের রিপোর্টের (Hindenburg Report)পর আদানি গোষ্ঠীকে কাঠগড়ায় তুলে মোদীর সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা নিয়ে সোচ্চার হয়েছিল বিরোধীরা। সাংসদ থাকাকালীন তা নিয়ে নজিরবিহীন আক্রমণ শানিয়েছিলেন রাহুল গান্ধী। বিতর্কিত শিল্পপতির বিরুদ্ধে যৌথ সংসদ কমিটির তদন্তের দাবি তুলেছিল বিরোধীরা। এবার সেই বিরোধীদের নিশানায় থাকা গৌতম আদানির পাশে দাঁড়ালেন মহারাষ্ট্রে কংগ্রেসের জোট সঙ্গী এনসিপির প্রধান শরদ পাওয়ার (Sharad Pawar Backed Adani)। আদানি গোষ্ঠীর মালিকানাধীন একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমে বর্ষীয়ান নেতা আদানির বিরুদ্ধে সংসদীয় কমিটির তদন্ত নিয়ে প্রচার অভিযানকে কার্যত উড়িয়ে দিলেন পাওয়ার। আর তারপরেই ধেয়ে এল বিরোধী তথা তৃণমূল কংগ্রেসের সাংসদ মহুয়া মৈত্রের সপাটে জবাব। সাংসদ জানান, আদানির মালিকানাধীন টিভি চ্যানেলে আদানির বন্ধুরা বলছে তিনি (আদানি) নিশানা হয়েছেন।
মহুয়া মৈত্রের টিপ্পনি, ভারতের মিডিয়া
দীর্ঘজীবী হোক। মিডিয়া সত্যিকারের বিরল এক প্রাণী। মহারাষ্ট্রে কংগ্রেস ও উদ্ধব
ঠাকরের শিবসেনার জোটসঙ্গী এনসিপির প্রধান পাওয়ার আদানি ইস্যুতে তদন্তের ব্যাপারে
কেন্দ্রের বিজেপি সরকারকে চাপ সৃষ্টি করার জন্য বিরোধীদের প্রচেষ্টাকে প্রশ্নের
মুখে দাঁড় করিয়েছেন। সংবাদ মাধ্যমকে পাওয়ার জানিয়েছেন এর আগেও অন্যরাও এমন বিবৃতি
দিয়েছিলেন। সংসদে এ নিয়ে কিছুদিন হট্টগোলও হয়। তবে এই মুহূর্তে তা নিয়ে শোরগোল
পাকানো হলে দেশের অর্থনীতির ওপর চাপ পড়বে। তার দাম দিতে হবে দেশের অর্থনীতিকেই।
এসব ব্যাপারকে এড়ানো যায় না। মনে হচ্ছে এটা ইচ্ছে করেই নিশানা করা হয়েছে।
সবমিলিয়ে আদানি ইস্যু নিয়ে লোকসভা ভোটের আগে বিরোধীরা যখন কোমর বেঁধে নামার
তোড়জোড় করছে,তখন কংগ্রেসের জোটসঙ্গীর এহেন মন্তব্য প্রশ্নের মুখে দাঁড় করিয়ে
দিল তাদের রণকৌশলকে। প্রসঙ্গত, এ সপ্তাহের প্রথম দিকে আদানি গোষ্ঠীর মালিকানাধীন
হাইফা পোর্ট কোম্পানির এগজিকিউটিভ চেয়ারম্যান পদে নিয়োগ করা নিয়েও প্রশ্ন তুলেছিলেন
তৃণমূল কংগ্রেসের সাংসদ মহুয়া মৈত্র।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন