More Than Eighteen Thousand Cows Killed: টেক্সাসে ডেয়ারি ফার্মে বিস্ফোরণ, আগুনে পুড়ে মৃত আঠেরো হাজারেরও বেশি গোরু!

 


দি বেঙ্গলি নিউজরুম ওয়েবডেস্ক: টেক্সাসে (Texas) একটি ডেয়ারি ফার্মে ভয়ঙ্কর বিস্ফোরণের জেরে আগুন লেগে আঠেরো হাজারেরও বেশি গোরুর মৃত্যু হয়েছে (More Than Eighteen Thousand Cows Killed)। আমেরিকার ইতিহাসে এ ধরণের ভয়ঙ্কর বিপর্যয়ের ঘটনা প্রথম বলে জানা গিয়েছে। আগুন লাগার প্রকৃত কারণ এখনও জানা যায়নি। যে পরিবার, ডেয়ারি ফার্মের মালিক তারাও বিপর্যয় নিয়ে কোনও মন্তব্য করেনি। ক্যাস্ট্রো কাউন্টি শেরিফের অফিসের পোস্ট করা ছবিতে দেখা গিয়েছে আগুনের লেলিহান শিখা বাড়ির মধ্য দিয়ে ওপরের দিকে উঠে যাচ্ছে। শেরিফের অফিস জানিয়েছে জ্বলন্ত বাড়ির মধ্যে আটক এক ব্যক্তিকে উদ্ধার করেছে দমকল। নাগরিকদের স্বাস্থ্য ও নিরাপত্তার কথা ভেবে ডেয়ারি ফার্মমুখী সমস্ত রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে।

 এই ব্যাপক আগুন লাগার ঘটনায় আমেরকার প্রাচীন পশু সুরক্ষা গোষ্ঠীগুলির মধ্যে অন্যতম দ্য অ্যানিম্যাল ওয়েলফেয়ার ইনস্টিটিউট প্রতিবছর আগুনে ফার্মে থাকা পশুদের রক্ষা করার জন্য আইন প্রণয়নের দাবি জানিয়েছে। আমেরিকায় মাত্র কয়েকটি প্রভিন্সে এ ধরণের ভবনগুলিতে আগুন লাগা থেকে সুরক্ষা বিধি লাগু করা হয়েছে। যদিও এ নিয়ে কোনও যুক্তরাষ্ট্রীয় বিধি নেই বলে এডব্লিউআই জানিয়েছে। ২০১৩ সাল থেকে এই সংগঠন যখন থেকে এ ধরণের ঘটনার ওপর নজরদারি শুরু করেছে, তখন থেকেই এটিই সবচেয়ে বড় ধরণের বিপর্যয় বলে জানা গিয়েছে। গত দশকে এ ধরণের আগুন লাগার ঘটনায় ৬.৫ মিলিয়ন খামারে থাকা গবাদিপশুর মৃত্যু হয়েছে।  

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

Girls Trafficking Racket By NGO :গণবিবাহের নামে মেয়ে বিক্রির চক্র, কাঠগড়ায় স্বেচ্ছাসেবী সংস্থা!

Alor Fulki- A Classic Documentary: আলোর ফুলকি, কল্পনার নির্যাসে তৈরি অন্য এক রূপকথার খোঁজ

RBI Clarifies On Missing Notes: কোটি কোটি পাঁচশো টাকার নোট উধাও, তথ্যাধিকারের তথ্য উড়িয়ে দিল আরবিআই!