TMC MP Mahua Moitra Targets PM: “মন কি বাতে”র একশো পর্ব সম্প্রচারের আগে মহিলা কুস্তিগিরদের যৌন হেনস্থা, আদানি নিয়ে মোদীকে আক্রমণ মহুয়া মৈত্রের

 


দি বেঙ্গলি নিউজরুম ওয়েবডেস্ক: একশোতম মন কি বাত অনুষ্ঠানের (100 Episode Of Monthly Mann Ki Baat) আগে রাজধানীতে কুস্তিগির ফেডারেশনের প্রধান ব্রিজ ভূষণের বিরুদ্ধে মহিলা কুস্তিগিরদের প্রতিবাদ বিক্ষোভ, আদানি গোষ্ঠীর বিরুদ্ধে হিন্ডেনবার্গের অভিযোগের তদন্ত নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে (Prime Minister Narendra Modi) কড়া ভাষায় আক্রমণ শানালেন তৃণমূল কংগ্রেসের সাংসদ মহুয়া মৈত্র (TMC MP Mahua Moitra Targets PM)। তৃণমূল সাংসদ এদিন বলেন, মোদীজি, মন কি বাত অনুষ্ঠানের একশোতম পর্ব রাষ্ট্রসঙ্ঘের সদর দফতরেও সম্প্রচার হবে। কিন্তু একটা কথা বলুন তো,কেন ভারতের অ্যাথলিট মেয়েরা প্রভাবশালী বিজেপি নেতাদের গ্রাস থেকে সুরক্ষিত নন, কেন সুপ্রিম কোর্টের নির্ধারিত সময়ে সেবি আদানির বিরুদ্ধে তদন্ত শেষ করে উঠতে পারছে না। রবিবার রাষ্ট্রসঙ্ঘের সদর দফতরে মোদীর মন কি বাত অনুষ্ঠানের একশোতম পর্ব লাইভ সম্প্রচার হয়। অনুষ্ঠানটি রাষ্ট্রসঙ্ঘের ট্রাস্টিশিপ কাউন্সিল চেম্বারে সরাসরি সম্প্রচার হয়েছে। 

মোদী জানিয়েছেন মন কি বাতের সফর তাঁর কাছে একটি সত্যিকারের বিশেষ সফর। এদিন টুইট করে প্রধানমন্ত্রী জানান আজ সকাল এগারোটা মন কি বাত অনুষ্ঠানের একশোতম অনুষ্ঠানের সম্প্রচার হবে। এটা একটা বিশেষ সফর, যাতে সম্মিলিতভাবে ভারতের মানুষ উদযাপন করে এই জীবনসফরকে উৎসাহিত করবেন। শাসকদল বিজেপি এদিনের বিশেষ পর্বের জন্য বিস্তারিত আয়োজন করে। কেন্দ্রীয়মন্ত্রীরা ও রাজ্য শাখা এই ঐতিহাসিক ঘটনাকে বিশেষ মর্যাদা দিতে একাধিক অনুষ্ঠান করেছে। শাসক দল মন কি বাতের একশোতম পর্বের অভূতপূর্বভাবে মানুষের কাছে পৌঁছে দিতে চেষ্টার কোনও ত্রুটি রাখেনি। দেশজুড়ে সাধারণ মানুষ যাতে অনুষ্ঠান শুনতে পান, সেজন্য প্রতিটি বিধানসভা কেন্দ্রে গড়ে একশোটি জায়গায় মন কি বাত শোনানোর ব্যবস্থা করা হয়।   

 

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

Girls Trafficking Racket By NGO :গণবিবাহের নামে মেয়ে বিক্রির চক্র, কাঠগড়ায় স্বেচ্ছাসেবী সংস্থা!

Alor Fulki- A Classic Documentary: আলোর ফুলকি, কল্পনার নির্যাসে তৈরি অন্য এক রূপকথার খোঁজ

RBI Clarifies On Missing Notes: কোটি কোটি পাঁচশো টাকার নোট উধাও, তথ্যাধিকারের তথ্য উড়িয়ে দিল আরবিআই!