Neighbour Shoot Pregnant Woman : প্রচণ্ড জোরে ডিজে বাজানোয় প্রতিবাদ, গুলিবিদ্ধ অন্তঃসত্ত্বা মহিলা
দি বেঙ্গলি নিউজরুম ওয়েবডেস্ক: প্রতিবেশির বাড়ির অনুষ্ঠানে তারস্বরে বাজানো হচ্ছিল ডিজে (DJ Playing Loudly)। রাস্তার উল্টোদিকে থাকা বাড়ির অন্তঃসত্ত্বা মহিলা তার প্রতিবাদ করায় তাকে লক্ষ্য করে গুলি করে বসল প্রতিবেশি (Neighbour Shoot Pregnant Woman)। গুলি লাগে মহিলার ঘাড়ে। গুলিতে লুটিয়ে পড়েন তিনি। অন্তঃসত্ত্বা মহিলার গর্ভের সন্তান নষ্ট হয়ে যায়। দিল্লির সিরাসপুরে ঘটেছে (Incident Took Place At Delhi)। গুলি চালানোর ঘটনায় হরিশ ও তার বন্ধু অমিতকে গ্রেফতার করেছে পুলিশ। ওই বন্ধুর গুলি নিয়ে মহিলাকে গুলি করা হয়। গুলিবিদ্ধ মহিলার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। এক প্রবীণ পুলিশ অফিসার জানিয়েছেন, রাত বারোটা পনেরো মিনিট নাগাদ তাঁদের ফোন করে জানানো হয় সিরাসপুরে গুলি চালানোর ঘটনা ঘটেছে। খবর পাওয়ার পরেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। ঘটনাস্থলে পৌঁছে তারা দেখতে পায় রঞ্জু নামে ওই অন্তঃসত্ত্বা মহিলা শালিমার বাগে ম্যাক্স হসপিটালে ভর্তি করা হয়েছে। হাসপাতালের চিকিৎসকরা পুলিশকে জানান ওই মহিলা গুলিতে তাঁর ঘাড় গুরুতর জখম। তিনি বয়ান দেওয়ার মতো অবস্থায় নেই।
পরে ঘটনার প্রত্যক্ষদর্শী আহত
মহিলার ননদ বয়ান নেওয়া হয়। জানা গিয়েছে গত রবিবার হরিশ নামে অভিযুক্ত ব্যক্তির কৌন পুজন
হচ্ছিল। সেসময় প্রচণ্ড জোরে ডিজে বাজানো হচ্ছিল। রঞ্জা নামে প্রতিবেশি মহিলা
তারস্বরে ডিজে বাজানো বন্ধ করার কথা বলেন হরিশকে। এরপরই হরিশ বন্ধু অমিতের কাছ
থেকে বন্দুক নিয়ে রঞ্জার ওপর গুলি চালায়। বুলেট এসে তাঁর ঘাড়ে লাগে। রঞ্জার মা
জানিয়েছেন চিকিৎসকরা তাঁকে জানিয়েছেন তাঁর মেয়ের গর্ভস্থ শিশুটি নষ্ট হয়ে গিয়েছে।
চিকিৎসকরা আরও জানান বুলেট তাঁর মেয়ের ঘাড়ে লেগেছে। তাঁর চিকিৎসা চলছে। আরও বেশ
কয়েকটি অস্ত্রোপচার করা হতে পারে। রঞ্জার তিনটি সন্তান রয়েছে। ঘটনায় হরিশ ও তার
বন্ধুকে গ্রেফতার করেছে পুলিশ। ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় ধৃতদের বিরুদ্ধে
মামলা করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে। ধৃত হরিশ ডেলিভারি বয়ের কাজ করে। তার বন্ধু
অমিত একটি মোবাইল সারানোর দোকানে কাজ করে। তারা ভাড়াবাড়িতে থাকে।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন