Salman Khan Under Life Threat: তাঁকে নিশানা করে আছে অনেকগুলো বন্দুকের নল, কবুল সলমন খানের
দি বেঙ্গলি নিউজরুম ওয়েবডেস্ক: একসঙ্গে অনেকগুলো হাড়হিম করা খুনের হুমকি। সেইসঙ্গে গ্যাংস্টারদের নিশানায় রয়েছেন তিনি। নিরাপত্তা চেয়ে পেয়েছেন ওয়াই প্লাস সিকিউরিটি (Y Plus Security) । বাড়ি থেকে রক্ষী ছাড়া এক পা-ও বেরোতে পারেন না। কারণ একটু অসাবধান হলেই যেতে পারে তাঁর মতো ভিভিআইপির কোটি কোটি টাকা দামের প্রাণ। কীভাবে তাঁর দিন কাটছে, শেষপর্যন্ত নিজের মুখেই কবুল করল দাবাং সলমন খান (Salman Khan Under Life Threat)। কেমন করে রক্ষী বেষ্টিত হয়ে এক একটা দিন পার করছেন, তা সবিস্তারে জানালেন বলিউডের জনপ্রিয় তারকা। একটি সর্বভারতীয় টেলিভিশন চ্যানেলের শোয়ে টাইগার জিন্দা হ্যায় ছবির নায়ক জানালেন এই মুহুর্তে তিনি নিরাপত্তায় ঘিরে আছেন। এখন আগের মতো সাইকেল চড়ে রাস্তায় হুটহাট বেরিয়ে পড়া সম্ভব নয়। কোথাও একা যাওয়াও দূর অস্ত। রাস্তায় ভিড়ের মধ্যে বেরোলে তাঁকে ঘিরে যে মানুষের কৌতূহল, হুড়োহুড়ি শুরু হয়, তাতে যাঁরা কাজে বেরোন, তাঁদের সমস্যা হয়ে থাকে। মানুষ তাঁকে একবার চোখের দেখা দেখতে চান। কিন্তু তাঁর ভক্তদের জন্য কষ্ট হয়। কারণ বলিউড তারকার জীবন ঘিরে ভয়ঙ্কর প্রাণঘাতী হুমকি রয়েছে,তাই নিরাপত্তার এমন ব্যবস্থা।
সলমন বলেন তাঁকে যা বলা হয়, তাই তিনি করেন। তাঁর সদ্য মুক্তিপ্রাপ্ত ছবি
কিসি কা ভাই কিসি কি জানে একটি সংলাপ রয়েছে, তাদের একশো গুণ ভাগ্যবান হতে হবে এবং
তাঁকে একবারই ভাগ্যবান হতে হবে। সলমন বলে চলেন তিনি সব জায়গাতে যান পুরো
নিরাপত্তা নিয়ে। তবে যা হওয়ার তা হবেই। আপনি কী করছেন সেটা কোনও ব্যাপার নয়।
ঈশ্বর আছেন। তবে এমনটা নয় তিনি যেখানে ইচ্ছে,সেখানে যেতে পারছেন। এমনটা নয়। এখন
অনেক বন্দুকের নল তাঁর দিকে তাক করে আছে। সেসব কথা ভেবে তিনি আতঙ্কিত। কিছুদিন আগে
তাঁকে ফোনে খুনের হুমকি দেওয়ার অভিযোগে এক নাবালককে গ্রেফতার করেছে পুলিশ। এর
আগে মার্চের ছাব্বিশ তারিখে তাঁকে খুনের হুমকি দেওয়া হয়। ইমেলে হুমকি দিয়ে
রাজস্থান থেকে গ্রেফতার হয় এক ব্যক্তি। আরও আগে গ্যাংস্টার লরেন্স বিশনয়ের দল তাঁকে
খুনের হুমকি দেওয়া চিঠি দেওয়ার পর তাঁকে ওয়াই প্লাস নিরাপত্তা দেয় মহারাষ্ট্র
সরকার।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন