Central Minister Courted Controversy: ইউপিএসসির মাধ্যমে চাকরি পাওয়া অফিসারদের অধিকাংশই ডাকাত, বিতর্ক উস্কে বিস্ফোরক কেন্দ্রীয় প্রতিমন্ত্রী!
দি বেঙ্গলি নিউজরুম ওয়েবডেস্ক: এর আগে ওড়িশার ময়ূরভঞ্জে তাঁর সঙ্গে দুর্ব্যবহার করায় সরকারি অফিসারদের সঙ্গে বিতর্কে জড়িয়েছিলেন তিনি। এবার সেই কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ইউপিএসসির মাধ্যমে (UPSC) চাকরি পাওয়া অনেক অফিসারকে ডাকাত বলে বর্ণনা করে নতুন করে বিতর্কে জড়ালেন। কেন্দ্রের বিজেপি সরকারের প্রতিমন্ত্রী বিশ্বেশ্বর টুডুর অভিযোগ (Central Minister Of State) যদি মুর্গি চোর সাজা পায়, তাহলে কেন মিনেরাল মাফিয়া চক্র চালানোর অপরাধে দেশে চালু ব্যবস্থার প্রশ্রয়ে অফিসারদের ছোঁয়া যাবে না? ওড়িশার বালাশোর জেলার বালাপালে একটি সরকারি স্কুলের অনুষ্ঠানে বিজেপি নেতা ও কেন্দ্রীয় আদিবাসী ও জলশক্তি মন্ত্রকের প্রতিমন্ত্রী বক্তব্য রাখার সময় এমন বিতর্কিত মন্তব্য করেন (Minister Courted Controversy)। ভিডিওয় তাঁর এমন বিতর্কিত বক্তব্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। যদিও ভিডিওর সত্যতা যাচাই করে দেখেনি দি বেঙ্গলি নিউজরুম। ঠিক কী বলেছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী টু়ডু? প্রতিমন্ত্রী বলেছেন তাঁর ধারণা ছিল যাঁরা ইউপিএসসির মাধ্যমে চাকরি পেয়েছেন তাঁরা খুবই জ্ঞানী ব্যক্তি। তাঁরা বড় বড় পদে চাকরি করে থাকেন।
কিন্তু এখন তাঁর ধারণা যাঁরা চাকরি পেয়েছেন
ইউপিএসসির মাধ্যমে তাঁদের বেশির ভাগই সম্ভবত ডাকাত। প্রসঙ্গত, ইউপিএসসি হল দেশের
প্রথম সারির কেন্দ্রীয় নিয়োগ কমিশন। এটি স্বাধীন কমিটি এবং শীর্ষ সরকারি
অফিসারদের নিয়োগ করে থাকে। ওড়িশার বিজেপির এই সাংসদ ও প্রতিমন্ত্রী জানান
দিল্লিতে তাঁর বাড়ির পেছনেই রয়েছে ইউপিএসসির অফিস। প্রথম প্রথম ইউপিএসসির প্রতি
তাঁর শ্রদ্ধা ছিল। কিন্তু এখন সেই ধারণা পাল্টে গিয়েছে। তাঁর ভাষণে প্রতিমন্ত্রী
টুডু প্রশ্ন করেন যদি শিক্ষিত মানুষ সেখানে থাকেন কেন আমাদের সমাজ দুর্নীতি ও
অবিচারে ছেয়ে গেছে? কারণ দেশের শিক্ষাব্যবস্থায় নৈতিকতার
অভাব রয়েছে। রয়েছে আধ্যাত্মিক শিক্ষা ও ভাবনাচিন্তার অভাব।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন