Road Blocked By BJP MLA Relative Car: রাস্তা আটকে বিজেপি বিধায়কের আত্মীয়র গাড়ি, অ্যাম্বুলেন্সেই মারা গেলেন হৃদরোগে আক্রান্ত রোগী!

 

দি বেঙ্গলি নিউজরুম ওয়েবডেস্ক: রোগীর বুকে প্রচণ্ড যন্ত্রণা
হচ্ছিল (
Man Suffering From Chest Pain)। তাড়াহুড়ো করে তাঁকে অ্যাম্বুলেন্সে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় রাস্তার অনেকটা জায়গা বিজেপি বিধায়কের আত্মীয়ের গাড়ি (Road Blocked By BJP MLA Relative Car) থাকায় অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে পড়ে। তাঁর গাড়িকে সরে যাওয়ার কথা বলতেই রোগীর আত্মীয়দের খারাপ ফল হবে বলে হুমকি দিতে থাকেন উমেশ মিশ্র নামে বিজেপি বিধায়কের আত্মীয়। দুপক্ষের মধ্যে বাদবিতণ্ডা চলতে থাকে। তাকে বারবার বলা সত্ত্বেও রাস্তা ছেড়ে দেয়নি বিধায়কের আত্মীয়। গোলমালের জেরে অ্যাম্বুলেন্সেই মারা যান রোগী। শনিবার অমানবিক ঘটনাটি ঘটেছে বিজেপি শাসিত উত্তরপ্রদেশে। বিধায়কের নাম উমেশ মিশ্র। শনিবার সুরেশচন্দ্র নামে ওই ব্যক্তির বুকে অসম্ভব যন্ত্রণা শুরু হয়। জেলার হাসপাতালের চিকিৎসক জানান তাঁর হার্ট অ্যাটাক হয়েছে। তাঁকে দ্রুত লখনউ হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন তিনি। সেইমতো তাঁকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে ছোটেন তাঁর আত্মীয়স্বজনেরা। অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়ার সময় রাস্তার অনেকটা জায়গা আটকে রাখা বিজেপি বিধায়কের ওয়াগনর গাড়ির সামনে আটকে যায়। প্রায় আধঘণ্টা অ্যাম্বুলেন্সটি আটকে থাকে। অ্যাম্বুলেন্সের ভেতর যন্ত্রণায় ছটফট করতে থাকা রোগীর মৃত্যু হয়। 

এরপর গাড়ির কাছে ফিরে আসেন বিজেপি বিধায়কের আত্মীয়। তিনি মৃত রোগীর আত্মীয়দের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন। তাঁদের হুমকিও দেন। পথচারীরা গোটা ঘটনাটি ভিডিওয় রেকর্ড করে রাখে। ভিডিওয় দেখা গিয়েছে বিজেপির ভাই ও ব্লক প্রধান রামকিঙ্করের আত্মীয় বলে দাবি করা ওই ব্যক্তি মৃত রোগীর শালাকে কুৎসিৎ ভাষায় কথা বলে যাচ্ছে এবং তাঁকে পুলিশের মামলায় জড়িয়ে দেওয়া হবে বলে হুমকি দিতে থাকে। সে জানায় জেলাশাসক ও পুলিশের এসপি তার নির্দেশে কাজ করেন। মৃত রোগীর আত্মীয়কে শেষ করে দেওয়া হবে বলে হুমকিও দেয় বিধায়কের আত্মীয় দাবি করা ব্যক্তি। ঘটনার সময় সেখানে জনাকয়েক পুলিশ উপস্থিত ছিল। এমনকী আশপাশে থাকা পথচারীরা কেউ এ ব্যাপারে এগিয়ে আসেনি। এরপর সেখান থেকে গাড়ি নিয়ে চলে যায় ওই ব্যক্তি। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর পুলিশি নিষ্ক্রিয়তা নিয়ে কড়া সমালোচনা শুরু হয়েছে।     

 

 

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

Girls Trafficking Racket By NGO :গণবিবাহের নামে মেয়ে বিক্রির চক্র, কাঠগড়ায় স্বেচ্ছাসেবী সংস্থা!

Alor Fulki- A Classic Documentary: আলোর ফুলকি, কল্পনার নির্যাসে তৈরি অন্য এক রূপকথার খোঁজ

RBI Clarifies On Missing Notes: কোটি কোটি পাঁচশো টাকার নোট উধাও, তথ্যাধিকারের তথ্য উড়িয়ে দিল আরবিআই!