CBI Summoned Abhishek Banerjee: লোকসভা ভোটের আগে বিরোধী ঐক্যের ফাটল ধরাতেই কি এবার অভিষেককে তলব সিবিআইয়ের? প্রশ্নে অপারেশন লোটাস

 

দি বেঙ্গলি নিউজরুম ওয়েবডেস্ক: এবার বিজেপি বিরোধিতার দাম কি পদে পদে দিতে হবে এ রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে (TMC)? সোমবার সুপ্রিম কোর্টে শিক্ষক-চাকরি দুর্নীতি মামলায় তদন্তে বিরতি নিয়ে নির্দেশের কয়েক ঘণ্টার মধ্যেই গোরু পাচার মামলায় মঙ্গলবার তৃণমূল কংগ্রেসের সাংসদ অভিযোগ বন্দ্যোপাধ্যায়কে তলব করল সিবিআই, (CBI Summoned Abhishek Banerjee) কেন্দ্রীয় এজেন্সির এহেন তলবের পেছনে বিশেষ এক ইঙ্গিত পাচ্ছে রাজ্যের রাজনৈতিক মহল। বিশ্লেষকদের ধারণা লোকসভা ভোটের আগে বিরোধী ঐক্য নিয়ে কংগ্রেস,আপ-সহ বিরোধী দলগুলির সঙ্গে একমঞ্চে সামিল হওয়া আটকাতেই সিবিআইকে দিয়ে এ রাজ্যের শাসকদলের মধ্যে ভীতির সঞ্চারের চেষ্টা করছে মোদী-শাহের শিবির। আর এ কারণেই মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রীর ভাইপোকে তলব করে বিশেষ উদ্দেশ্য সফল করার ছক কষেছে গেরুয়া শিবির। সেইসঙ্গে এই বার্তাও তারা দিতে চেয়েছে কেন্দ্রের শাসকদলের বিরোধিতা করলে তার চড়া মাশুল দিতে হবে। আর এ কারণে মমতার ঘনিষ্ঠ ও ভরসা বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রতকে গ্রেফতার করে জেলে ঢুকিয়ে তাদের পেশি শক্তি দেখাতে চেয়েছে কেন্দ্রের শাসকদল তথা বিজেপি। 


পশ্চিমবঙ্গ দখলের চেয়ে আগামী লোকসভা ভোটের আগে বিরোধী ঐক্যে ফাটল ধরাতেই কেন্দ্রীয় এজেন্সিদের দিয়ে এ রাজ্যে ভীতির পরিবেশ তৈরির চেষ্টা করছে তারা, এমনটাই মনে করছে রাজনৈতিক মহল। এ কারণে অনুব্রতের মতো মমতার সবচেয়ে বিশ্বস্ত ও নির্ভরযোগ্য নেতাকে জেলে ঢুকিয়ে হোমওয়ার্ক সেরে ফেলেছে তারা। আর এবার তৃণমূল নেত্রীর ঘরে হানা দিতে চলেছে তারা। বিরোধী ঐক্য ভাঙার খেলা বিজেপি শুরু করেছে অনেকদিন ধরেই। সংসদে মোদী-আদানির ঘনিষ্ঠতা নিয়ে সোচ্চার রাহুল গান্ধীকে কোণঠাসা করার পর আগামী লোকসভা নির্বাচনে বিজেপিকে শক্ত চ্যালেঞ্জের মুখোমুখি করা দিল্লির মুখ্যমন্ত্রী তথা আপের জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়ালকে সিবিআইয়ের তলবের মধ্য দিয়ে গেরুয়া শিবিরের বার্তা প্রকাশ্যে এসেছে, যাকে বিপজ্জনক বলে মনে করছে রাজনৈতিক মহল। ইতিমধ্যেই দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়াকে জেলে ঢুকিয়ে আম আদমি পার্টি ও কেজরিওয়ালকে পাল্টা চ্যালেঞ্জের মুখে দাঁড় করিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও অমিত শাহ। যাকে ট্রেলার বলে বর্ণনা করেছে রাজনৈতিক মহল। অন্যদিকে মোদীর কট্টর সমালোচক তেলঙ্গনার মুখ্যমন্ত্রী কেসি রাওয়ের মেয়েকে সিবিআইয়ের মুখোমুখি দাঁড় করিয়ে যে বার্তা কেন্দ্রের শাসকদল দিয়েছে, এবার মমতার ভাইপোকে সিবিআইয়ের তলব তারই প্রতিধ্বনি বলেই মনে করা হচ্ছে। মূলত লোকসভা ভোটের আগে বিরোধী ঐক্যের শিরদাঁড়া ভাঙতেই সিস্টেমেটিক অপারেশন শুরু করে দিয়েছে কেন্দ্রের শাসকদল।  

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

Girls Trafficking Racket By NGO :গণবিবাহের নামে মেয়ে বিক্রির চক্র, কাঠগড়ায় স্বেচ্ছাসেবী সংস্থা!

Alor Fulki- A Classic Documentary: আলোর ফুলকি, কল্পনার নির্যাসে তৈরি অন্য এক রূপকথার খোঁজ

RBI Clarifies On Missing Notes: কোটি কোটি পাঁচশো টাকার নোট উধাও, তথ্যাধিকারের তথ্য উড়িয়ে দিল আরবিআই!