Forced To Chant Religious Slogan: ইন্দোরে নাবালকের পোশাক ছিঁড়ে জোর করে ধর্মীয় স্লোগান দিতে বাধ্য করা হল,আটক সঙ্গীরা

 


দি বেঙ্গলি নিউজরুম ওয়েবডেস্ক: মধ্যপ্রদেশের ইন্দোরে এক এগারো বছরের নাবালকের পোশাক ছিঁড়ে তাকে ধর্মীয় স্লোগান (Forced To Chant Religious Slogan) দিতে বাধ্য করা হল। অভিযুক্তরাও প্রত্যেকে নাবালক। পোশাক ছেঁড়া এবং ধর্মীয় স্লোগান দেওয়ার ঘটনাটির ভিডিও তুলে রাখে তারা। পুলিশ অভিযুক্তদের বিরুদ্ধে অপহরণ-সহ গুরুতর অপরাধ সংগঠিত করার অভিযোগে মামলা রুজু করেছে (Police Lodged A Case)। ঘটনাটি ঘটেছে ইন্দোরের নিপানিয়া এলাকায়। এলাকাটি লাসুদিয়া থানার অধীনে পড়ে। নিগৃহীতার বয়ান অনুযায়ী সে স্টার স্কোয়ারের কাছে খেলছিল। সেসময় অভিযুক্তরা এসে জানায় বাইপাসের ধারে কম দামে খেলনা বিতরণ করা হচ্ছে। খেলনা বিতরণের নাম করে তারা তাকে মহালক্ষ্মী নগরে নিয়ে গিয়ে জোর করে ধর্মীয় স্লোগান দিতে বাধ্য করে। তাকে মারধরও করা হয়। ছিঁড়ে ফেলা হয় পোশাকও।

 আক্রান্ত নাবালক সেখান থেকে কোনওরকমে পালিয়ে গিয়ে পরিবারের লোকজনদের ঘটনাটি জানায়। তারপর থানায় অভিযোগ জানানো হয়। অভিযোগ পাওয়ার পর তদন্তে নামে পুলিশ। এই ঘটনায় অভিযুক্ত নাবালকদের বিরুদ্ধে অপহরণ, হুমকি-সহ নানা অভিযোগে মামলা দায়ের করে। এই ঘটনায় গোটা এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। অনেকেই নিগৃহীতের দ্রুত বিচারের দাবি করেন। পুলিশ জানায় তারা অভিযুক্তদের আটক করেছে। তারা এলাকার মানুষকে ঘটনাটির ভিডিও শেয়ার না করার অনুরোধ জানিয়েছে।  

 

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

Girls Trafficking Racket By NGO :গণবিবাহের নামে মেয়ে বিক্রির চক্র, কাঠগড়ায় স্বেচ্ছাসেবী সংস্থা!

Alor Fulki- A Classic Documentary: আলোর ফুলকি, কল্পনার নির্যাসে তৈরি অন্য এক রূপকথার খোঁজ

RBI Clarifies On Missing Notes: কোটি কোটি পাঁচশো টাকার নোট উধাও, তথ্যাধিকারের তথ্য উড়িয়ে দিল আরবিআই!