Covid19 Infected Crossed Ten Thousands : দশ হাজার পেরোল কোভিড আক্রান্তের সংখ্যা, বাধ্যতামূলক হচ্ছে মাস্ক,সামাজিক দূরত্ব?

 

দি বেঙ্গলি নিউজরুম ওয়েবডেস্ক: ফের রক্তচোখ কোভিডের (Covid19 Surge) উদ্বেগ বাড়িয়ে বৃহস্পতিবার দেশে নতুন করে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে দশ হাজারেরও বেশি ( Covid19 Infected Crossed Ten Thousands)। গতকালের তুলনায় তিরিশ শতাংশ বেশি। অ্যাকটিভ কেসের সংখ্যা দাঁড়িয়েছে ৪৪,৯৯৮টি। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তথ্য থেকে এ খবর মিলেছে। গতকাল আক্রান্তের সংখ্যা ছিল ৭,৮৩০টি। চব্বিশ ঘণ্টার মধ্যে সেই সংখ্যা দশ হাজার পেরোনোয় কপালে চওড়া ভাঁজ পড়তে শুরু করেছে স্বাস্থ্যমন্ত্রকের। সবমিলিয়ে ভারতে মোট কোভিড আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪,৪২,১০,১২৭। প্রতিদিনের হিসেবে পজিটিভ কেসের হার দাঁড়িয়েছে ৪.৪২ শতাংশ। সাপ্তাহিক হিসেবে ৪.০২ শতাংশ এবং সুস্থ হয়ে ওঠার হার ৯৮.৭১। মৃতের হার ০.০১ শতাংশ। কেন্দ্রীয় সরকারের ওয়েবসাইটে এই পরিসংখ্যান জানানো হয়েছে। বুধবার কেন্দ্রের স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছিল ভারতে কোভিড মহামারীর পর্যায়ে পৌঁছেছে। আগামী দশ থেকে বারোদিনের মধ্যে সংক্রমণের দাপট কমবে। মহামারির ক্ষেত্রে বিশেষ অঞ্চলে তা সীমাবদ্ধ থাকে এবং অতিমারির ক্ষেত্রে তা বৃহত্তর ক্ষেত্র,এমনকী সারা বিশ্বে তা ছড়িয়ে পড়ে।


 কোভিডের সাম্প্রতিকতম মাথাচাড়ার কারণ হিসেবে ওমিক্রনের এক্সবিবি সাবভ্যারিয়েন্ট। এবং এর মোকাবিলায় ভ্যাকসিন কার্যকর, এমনটাই জানিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। গত ফেব্রুয়ারিতে সাবভ্যারিয়েন্টের ব্যাপকতা ২১.৬ শতাংশ থেকে মার্চে বেড়ে ৩৫.৮ শতাংশে পৌঁছে যায়। তবে তাতে কোনও হাসপাতালে ভর্তি বা মৃত্যুর কোনও ঘটনা ঘটেনি। দু বছর আগে কোভিড অতিমারির জেরে বিভীষিকার অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এবার আগেভাগেই মোকাবিলায় তৎপর কেন্দ্রীয় সরকার।   

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

Girls Trafficking Racket By NGO :গণবিবাহের নামে মেয়ে বিক্রির চক্র, কাঠগড়ায় স্বেচ্ছাসেবী সংস্থা!

Alor Fulki- A Classic Documentary: আলোর ফুলকি, কল্পনার নির্যাসে তৈরি অন্য এক রূপকথার খোঁজ

RBI Clarifies On Missing Notes: কোটি কোটি পাঁচশো টাকার নোট উধাও, তথ্যাধিকারের তথ্য উড়িয়ে দিল আরবিআই!