Mughal History Removed : যোগী রাজ্যে স্কুলের পাঠ্যবই থেকে বাদ মোঘল সাম্রাজ্য, কোপ কংগ্রেস শাসন,বাম উত্থানের ইতিহাসে!
দি বেঙ্গলি নিউজরুম ওয়েবডেস্ক: যোগীরাজ্যে (BJP Ruled Uttar Pradesh) সিবিএসই, ইউপি বোর্ডের ইতিহাসের পাঠ্যসূচি থেকে বাদ দেওয়া হল মোঘল সাম্রাজ্যের (Mughal History Removed) বিবরণ। স্কুল শিক্ষার সর্বোচ্চ পরামর্শদাতা বোর্ড এনসিইআরটি (NCERT) দ্বাদশ শ্রেণির ইতিহাসের পাঠ্যক্রমে বদল এনে তা থেকে রাজা ও ক্রমতালিকা এবং মোঘল সাম্রাজ্যের বিবরণ বাদ দিয়েছে। এখন থেকে উত্তরপ্রদেশের সমস্ত সরকারি স্কুলে এনসিইআরটির দ্বাদশ শ্রেণির পাঠক্রম থেকে মোঘল সাম্রাজ্যের বিবরণ আর পাঠক্রমে থাকছে না। উত্তরপ্রদেশের উপমুখ্যমন্ত্রী ব্রজেশ পাঠক জানিয়েছেন এনসিইআরটির বই থেকেই এ রাজ্যের পড়়ুয়াদের পড়ানো হয়ে থাকে। সংশোধিত পাঠক্রমে যে পাঠ্যবিষয় রয়েছে, সেটাই অনুসরণ করা হবে। রাজ্যের অতিরিক্ত মুখ্যসচিবও এই ঘটনার কথা স্বীকার করেছেন। উপমুখ্যমন্ত্রীর কথায় এ রাজ্যে এনসিইআরটির বই অনুসরণ করা হবে। সরকারি স্কুলগুলিতে ২০২৩-২০২৪ সালের সংশোধিত পাঠক্রম পড়ানো হবে। দ্বাদশ শ্রেণির পলিটিকাল সায়েন্স বইয়ের পাঠ্যবিষয়েও বদল করা হয়েছে। সমাজবাদী ও বামপন্থী দলগুলির উত্থান ও স্বাধীনতা উত্তর কংগ্রেস শাসনের অধ্যায়ও বাদ গিয়েছে যোগীরাজ্যের সরকারি স্কুলের শিক্ষা পাঠ্যসূচি থেকে। পাশাপাশি দশম শ্রেণি ও একাদশ শ্রেণির পাঠক্রমে বেশ কিছু পরিবর্তন করা হয়েছে।
দশম শ্রেণির পাঠ্যসূচি থেকে গণতন্ত্র ও বৈচিত্র এবং জনপ্রিয় সংগ্রাম ও
আন্দোলন বাদ দিয়েছে রাজ্যের স্কুল শিক্ষা দফতর। একাদশ শ্রেণির ইতিহাসের পাঠক্রম
থেকে বাদ দেওয়া হয়েছে সেন্ট্রাল ইসলামিক ল্যান্ডস ও কনফ্রন্টেশন অব কালচার- অধ্যায়।
এই পরিবর্তনের কথা জানিয়ে এনসিইআরটির এক প্রবীণ আধিকারিক জানিয়েছেন ২০২৩-২০২৪ সাল
থেকে এই নয়া পাঠক্রম কার্যকর করা হবে। এর আগে ২০২২ সালের শুরুতে ওই বছরের এপ্রিলে
সিবিএসই স্কুলপাঠ্যে পরিবর্তন করেছিল। সিবিএসই ছাড়াও কিছু স্কুল বোর্ড পড়ুয়াদের
এনসিইআরটি পাঠ্যবই পড়ানোর সিদ্ধান্ত নেয়। বর্তমান শিক্ষাবর্যে পাঠক্রমে পরিবর্তনের
তালিকা করে একটি নোটে এনসিইআরটি জানিয়েছে বিভিন্ন কারণে পাঠ্যবইগুলিকে যুক্তি
দিয়ে সাজানো হয়েছে।
.

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন