TMC Changed Tribal Woman Leader: নজরে পঞ্চায়েত ভোট, বিতর্কিত নেত্রীকে সরিয়ে আদিবাসী মুখ এনে দণ্ডবৎ পরিক্রমার ড্যামেজ কন্ট্রোলে তৃণমূল
দি বেঙ্গলি নিউজরুম ওয়েবডেস্ক: পঞ্চায়েত ভোটের আগে ভোটারদের কাছ নিজেদের স্বচ্ছ ভাবমূর্তি তুলে ধরতে তৎপর তৃণমূল কংগ্রেস। দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গেও সমানে চলছে তাদের সেই স্বচ্ছতা অভিযান। তাদের সেই স্বচ্ছতা অভিযানে রয়েছে আদিবাসীরা (Tribal Community)। দিন দুই আগে দক্ষিণ দিনাজপুরে বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়া তিন আদিবাসী মহিলাকে জোর দণ্ডবৎ পরিক্রমা (Forced To Danbat Parikrama) করানো নিয়ে শুরু হয়েছিল তুমুল বিতর্ক। তোপের মুখে পড়ে জেলা নেতৃত্ব। তেরাত্তির কাটতে না কাটতে দক্ষিণ দিনাজপুর জেলার মহিলা শাখার সভানেত্রীকে সরিয়ে দিল তৃণমূল কংগ্রেস নেতৃত্ব (TMC Changed Tribal Woman Leader)। দণ্ডবৎ পরিক্রমা করানো নিয়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে থাকা প্রদীপ্তা চক্রবর্তীকে সরিয়ে নতুন সভানেত্রী হিসেবে নিয়োগ করা হল স্নেহলতা হেমব্রমকে। বিদায়ী সভানেত্রীর সময়ই ঘটনাটি ঘটে। কলকাতায় দলের মুখপাত্র কুণাল ঘোষ জানিয়েছেন দল আদিবাসী ও মহিলাদের মর্যাদা রক্ষায় বদ্ধ পরিকর। তৃণমূল কংগ্রেস তাদের মর্যাদার হানি যাঁরা ঘটাবেন,তাঁদের বরদাস্ত করবে না। একটি ভিডিওয় দেখা গিয়েছে তিনজন আদিবাসী মহিলা দক্ষিণ দিনাজপুরে বিজেপি থেকে তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ার আগে দণ্ডবৎ পরিক্রমা করছেন। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তাঁর টুইটার হ্যান্ডেলে ভিডিওটি শেয়ার করেন। কুণাল ঘোষ জানান তাঁরা প্রদীপ্তার কাজের কড়া নিন্দা করছেন। তাঁকে পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তাঁর জায়গায় লড়াকু জনপ্রিয় আদিবাসী নেত্রী স্নেহলতা হেমব্রমকে নিয়োগ করা হয়েছে। তাঁকে নিয়োগ করে আদিবাসী মহিলাদের কাছে দল তাদের দায়বদ্ধতা ফের নিশ্চিত করেছে।
কুণাল জানান আরো
বেশি সংখ্যায় আদিবাসী মহিলাকে সাংগঠনিক পদে নিয়োগ করার লক্ষ্যে এই পদক্ষেপ নেওয়া
হয়েছে। প্রসঙ্গত, শুক্রবার রাতে বিজেপিতে তিন আদিবাসী মহিলাকে তৃণমূল কংগ্রেসে
যোগ দেওয়ার আগে জোর করে দণ্ডবৎ পরিক্রমা করানো হয়। ওই তিন আদিবাসী মহিলা
বালুরঘাটের কাঁঠালপাড়ায় দলের অফিসে এসে তাঁরা তৃণমূল কংগ্রেসে যোগ দেন। দণ্ডবৎ
পরিক্রমার পর তাঁদের হাতে দলের পতাকা তুলে দেন আদিবাসী মহিলা শাখার সভানেত্রী
প্রদীপ্তা চক্রবর্তী। তাঁদের জোর করে দণ্ডবৎ পরিক্রমার ভিডিও সোশ্যাল মিডিয়ায়
দেখানোর পর প্রবল বিতর্কের সৃষ্টি হয়। আর তার জেরে তড়িঘড়ি সরিয়ে দেওয়া হয়
প্রদীপ্তা চক্রবর্তীকে। বিজেপির রাজ্যসভাপতি সুকান্ত মজুমদার জানান তৃণমূল কংগ্রেস
গোটা আদিবাসী সমাজ ও মহিলাদের অপমান করেছে।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন