Education Qualification Of PM: প্রধানমন্ত্রীর শিক্ষাগত যোগ্যতা কম থাকা দেশের পক্ষে বিপজ্জনক, কেজরিওয়ালের পর মোদীকে নিয়ে বিস্ফোরক মণীশ সিসোদিয়া

 


দি বেঙ্গলি নিউজরুম ওয়েবডেস্ক: কিছুদিন আগে তথ্যাধিকার আইনে (RTI Act) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) কলেজের ডিগ্রি ও স্নাতকোত্তর ডিগ্রি নিয়ে আদালতে প্রশ্ন করে পঁচিশ হাজার টাকা জরিমানা গুনতে হয়েছে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে (Delhi CM Kejriwal)। তাঁরই পথ ধরে এবার জেলবন্দি দিল্লির প্রাক্তন শিক্ষামন্ত্রী মণীশ সিসোদিয়া দেশের মানুষকে উদ্দেশ্য করে রীতিমতো অভিযোগের সুরে বলেছেন  প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শিক্ষাগত যোগ্যতা (Education Qualification Of PM) কম থাকা ভারতের পক্ষে বিপজ্জনক। সিসোদিয়ার হাতে লেখা চিঠিটি মুখ্যমন্ত্রী কেজরিওয়াল টুইট করেছেন। চিঠিতে জেলবন্দি আপ নেতা লিখেছেন, আজকের তরুণরা উচ্চাকাঙ্ক্ষী। তারা কিছু করতে চায়। তরুণরা সুযোগ খুঁজে বেড়াচ্ছে। তারা বিজ্ঞান ও প্রযুক্তিতে অবাক করে দিতে চায়। কম শিক্ষাগত যোগ্যতা থাকা প্রধানমন্ত্রীর কি আজকের তরুণ-যুবকদের আশাআকাঙ্ক্ষা পূরণ করার ক্ষমতা রয়েছে? তিনি লিখেছেন প্রতিদিন বিজ্ঞান ও প্রযুক্তি এগিয়ে চলেছে। পৃথিবী এখন কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে কথা বলছে। এই পরিস্থিতিতে যখন প্রধানমন্ত্রীর মুখ থেকে শুনতে হয় নোংরা নালায় পাইপ ঢুকিয়ে সেই নোংরা গ্যাস জ্বালিয়ে খাবার রান্না করুন, চা তৈরি করুন। নর্দমার গ্যাস জ্বালিয়ে খাবার রান্না করা সম্ভব?

এই প্রধানমন্ত্রীই যখন বলেন রাডার মেঘের আড়ালে থাকা বিমান শনাক্ত করতে পারে না, তখন তিনি সারা বিশ্বে তামাশারই পাত্র হয়ে ওঠেন। স্কুল-কলেজের পড়ুয়ারা তাঁকে নিয়ে ঠাট্টা মজা করছে। সিসোদিয়া জানান, সারা বিশ্ব জানে ভারতের প্রধানমন্ত্রী কম শিক্ষিত এবং বিজ্ঞান সম্পর্কে সাধারণ জ্ঞানই তাঁর নেই। এমনকী মোদীকে দিয়ে কোন কাগজে সই করানো হচ্ছে, তা তিনি জানেন না। কারণ প্রধানমন্ত্রী কম শিক্ষিত বলে এমনটা সম্ভব হচ্ছে। তাঁর অভিযোগ গত কয়েক বছরে দেশে ষাট হাজার স্কুল বন্ধ করে দেওয়া হয়েছে। এই সরকারের কাছে পড়াশোনায় অগ্রাধিকার নেই। তাঁর প্রশ্ন, যদি শিশুদের ভালো শিক্ষা না দেওয়া হয়, তাহলে দেশ কি এগোতে পারবে। একটি ভিডিওর কথা জানিয়েছেন সিসোদিয়া, যেখানে প্রধানমন্ত্রী গর্বিতভাবে বলছেন তিনি শিক্ষিত নন। গ্রামের স্কুলে কোনওরকমে পড়াশোনা করেছেন। কম লেখাপড়া বা অশিক্ষিত হওয়াটা কী গর্বের কথা,চিঠিতে প্রশ্ন করেছেন তিনি।   


 

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

Girls Trafficking Racket By NGO :গণবিবাহের নামে মেয়ে বিক্রির চক্র, কাঠগড়ায় স্বেচ্ছাসেবী সংস্থা!

Alor Fulki- A Classic Documentary: আলোর ফুলকি, কল্পনার নির্যাসে তৈরি অন্য এক রূপকথার খোঁজ

RBI Clarifies On Missing Notes: কোটি কোটি পাঁচশো টাকার নোট উধাও, তথ্যাধিকারের তথ্য উড়িয়ে দিল আরবিআই!