Black Out And Heat Stroke: পুড়ছে দেশ, বেলাগাম তাপমাত্রায় ব্ল্যাক আউট, মৃত্যুর আশঙ্কা বাড়ছে

 


দি বেঙ্গলি নিউজরুম ওয়েবডেস্ক: তীব্র দহনে (Scorching Heat) কাহিল গোটা দেশ। তাপমাত্রা কোথাও ৪২, কোথাও ৪৩। আবার কোনও রাজ্যে ৪৪ থেকে ৪৫য়ের কাছাকাছি। সবমিলিয়ে অসহনীয় দহন জ্বালায় পুড়ছে দেশের বিভিন্ন অঞ্চল। বেলা যত গড়াচ্ছে,ততই আগুনে রোদের তাপ বাড়ছে। তাপমাত্রা বাড়ার সঙ্গেসঙ্গে চোখে অন্ধকার দেখা, হিট স্ট্রোকে (Black Out And Heat Stroke) মৃত্যুর আশঙ্কা দেখা দিতে শুরু করেছে। সোমবার ওড়িশার বারিপদায় তাপমাত্রা ৪৪ ডিগ্রিরও বেশি ছাড়িয়ে যায়। বহু এলাকায় স্বাভাবিকের চেয়ে ৫ ডিগ্রি ছিল, যা সাধারণ মানুষকে ভয়ঙ্করভাবে দাপিয়ে মেরেছে। উদ্বেগ বাড়িয়ে আবহাওয়া অফিস জানিয়েছে পশ্চিমবঙ্গ,বিহার, ওড়িশা, হরিয়ানা, উত্তরপ্রদেশে এমন তাপপ্রবাহ অনেকদিন চলবে। এ বছরের গ্রীষ্মকাল আগের তুলনায় উষ্ণতম হবে বলে আবহাওয়াবিদেরা আশঙ্কাপ্রকাশ করেছেন। ২০২২ সালে উপমহাদেশে প্রবল গরমে ত্রাহি ত্রাহি অবস্থার জেরে এবার আবহাওয়ার ব্যাপারে বিশেষ নজর দেওয়া শুরু হয়েছে। 

গতবারের অসহনীয় গরমে সাধারণ মানুষের ভোগান্তির পাশাপাশি বিশ্বজুড়ে গমের ফলনও ক্ষতিগ্রস্ত হয়েছিল। এসবের পাশাপাশি প্রবল তাপ থেকে রক্ষা পেতে ব্যাপক পরিমাণে শীতাতপ যন্ত্র ব্যবহারের কারণে বিদ্যুৎ সঙ্কটেরও আশঙ্কা তৈরি হয়েছে। এরফলে পাওয়ার গ্রিড বিকল হওয়ার আশঙ্কা দেখা দিতে পারে। অসহনীয় দহনজ্বালা,সঙ্গে আর্দ্রতা এক বিপজ্জনক পরিস্থিতিতে এসে দাঁড়িয়েছে। এই পরিস্থিতি শুধু বিপজ্জনক নয়, ক্ষেত্রবিশেষে মৃত্যুও ডেকে আনতে পারে। ভারতের ১.৪ বিলিয়ন মানুষ বাইরেই কাজ করেন। অনেক ক্ষেত্রে কোনওরকম সুরক্ষার ব্যবস্থা ছাড়াই। অসহনীয় তাপমাত্রা সামাল দিতে না পারায় বহু নির্মাণকর্মী,হকার ও রিকশচালকেরা প্রতিবছরই গরমে মারা যান। বিশ্বে গরমে শ্রমিক মৃত্যুর নিরিখে ভারতই প্রথম সারিতে। গত রবিবার প্রবল গরমে হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে মহারাষ্ট্রে তেরোজন মারা যান। নবিমুম্বইয়ে সরকার পোষিত অনুষ্ঠানে প্রবল গরমে মৃত্যু হয় তাঁদের।      

 

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

Girls Trafficking Racket By NGO :গণবিবাহের নামে মেয়ে বিক্রির চক্র, কাঠগড়ায় স্বেচ্ছাসেবী সংস্থা!

Alor Fulki- A Classic Documentary: আলোর ফুলকি, কল্পনার নির্যাসে তৈরি অন্য এক রূপকথার খোঁজ

RBI Clarifies On Missing Notes: কোটি কোটি পাঁচশো টাকার নোট উধাও, তথ্যাধিকারের তথ্য উড়িয়ে দিল আরবিআই!