Conflict Between China And India: অরুণাচল নিয়ে চরমে ভারত-চিন সঙ্ঘাত, দিল্লির পাশে থাকার বার্তা আমেরিকার
দি বেঙ্গলি নিউজরুম ওয়েবডেস্ক: সীমান্ত বিতর্ক নিয়ে দু দেশের মধ্যে ঠান্ডা লড়াইয়ের মধ্যেই এবার অরুণাচল প্রদেশ নিয়ে একরকম সরাসরি সংঘাতের (Conflict Between China And India) রাস্তায় হাঁটতে শুরু করল চিন। ডোকলামে দু দেশের সেনাবাহিনীর সংঘাতের পর কিছুদিন চুপচাপ থেকে এবার অরুণাচল প্রদেশ নিয়ে ভারতের সঙ্গে সরাসরি সংঘাতের পথে পা বাড়াল তারা। সোমবার অরুণাচল প্রদেশ তাদেরই। এমন দাবি করে তাদের চেহারাটা সামনে নিয়ে এল জিন পিং সরকার। চিনের নয়া দাবি উড়িয়ে দেওয়ার পরই মঙ্গলবার ওই গোটা এলাকায় তাদের সার্বভৌমত্বের (Claim For Sovereignty)দাবি করে ভারতের উদ্বেগ বাড়িয়ে দিল বেজিং। অরুণাচল প্রদেশের নতুন নামকরণও করেছে তারা। তাদের সেই বিতর্কিত দাবিকে জোরদার করে তুলতে সাংবাদিক বৈঠকে চিনের বিদেশমন্ত্রকের মুখপাত্র মাও নিং জানিয়েছেন জানঙ্গনাম ( অরুণাচল প্রদেশ) চিনের অংশ। জানান তাদের দেশের সরকারের উপযুক্ত কর্তৃপক্ষ জানঙ্গানামের কিছু অংশের নতুন নামকরণ করেছে। এবং তা চিনের সার্বভৌম অধিকারের মধ্যেই পড়ে।
বেজিংয়ের দাবি খারিজ করে পাল্টা ভারত
জানিয়েছে অরুণাচল প্রদেশ ভারতেরই অবিচ্ছেদ্য অঙ্গ। অরুণচল প্রদেশকে তিব্বতের
দক্ষিণ অংশ দাবি করে জাংনামের এগারোটি এলাকার নতুন নামকরণের পরই ভারত এক বিবৃতিতে
জানিয়েছে এবারই প্রথম নয়। এর আগেও চিন এমন দাবি করেছিল। ভারত তাদের দাবি পুরোপুরি
খারিজ করছে। ভারতের বিদেশমন্ত্রকের মুখপাত্র জানান, অরুণাচল প্রদেশ ভারতের
অবিচ্ছেদ্য অঙ্গ। নতুন করে নামকরণ করলেই বাস্তব সত্য বদলে যায় না। অন্যদিকে ভারতের
অংশে চিনের আগ্রাসনের তীব্র প্রতিবাদ জানিয়েছে আমেরিকা। মঙ্গলবার হোয়াইট হাউস
ভারতের অরুণাচল প্রদেশ নিয়ে চিনের এমন বাস্তব বর্জিত দাবির কড়া সমালোচনা করেছে। হোয়াইট
হাউসের প্রেস সচিব কারিন জিন-পিয়েরে জানান ভারতীয় ভূখণ্ড নিয়ে এটি চিনের আরেকটি
চেষ্টা। আমেরিকা দীর্ঘকাল ধরেই অরুণাচল প্রদেশ ভারতের বলে স্বীকৃতি দিয়ে এসেছে।
অঞ্চলের নতুন নামকরণ করে ভারতের ভূখণ্ড দখলের একতরফা চেষ্টার তীব্র প্রতিবাদ
জানাচ্ছে আমেরিকা। প্রসঙ্গত, লাদাখ থেকে অরুণাচল প্রদেশে চিনের নজর অনেকদিন ধরেই।
কয়েক বছর আগে লাদাখের পাহাড়ে লাল রঙের স্প্রে করে নিজেদের জানান দিতে চেয়েছিল চিন।
তাদের সেই চেষ্টার প্রতিবাদ জানিয়েছিল ভারত। এবার চিনের নয়া উদ্যোগকে ভারত কীভাবে
মোকাবিলা করে, এখন সেটাই দেখার।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন