Al Queda Threat For Revenge : গ্যাংস্টার আতিকের মৃত্যু, ইদের দিনে ভারতজুড়ে সন্ত্রাস হামলার হাড় হিম করা হুমকি আল কায়দার

 

দি বেঙ্গলি নিউজরুম ওয়েবডেস্ক: পুলিশি পাহারায় গ্যাংস্টার-রাজনীতিক আতিক আহমেদের মৃত্যুর প্রতিশোধ নিতে ভারত জুড়ে হামলা,নাশকতার হুমকি দিল সন্ত্রাসবাদী সংগঠন আল কায়দা (Al Queda Threat For Revenge)ও ভারতীয় উপমহাদেশে তাদের জঙ্গি সংগঠনঈদের দিন তাদের প্রতিশোধের হুমকি বার্তা দিয়ে নিহত আতিক ও তাঁর ভাই আর্শাদকে শহিদ (Described Martyr) আখ্যা দিয়েছে তারা। জঙ্গি সংগঠনের প্রচার শাখা আস-সাহাব সাত পাতার ম্যাগাজিনে ওই হুমকি বার্তা প্রকাশ করা হয়েছে। একইসঙ্গে ভারতীয় মুসলমানদের মুক্ত করার আর্জি জানিয়েছে বিশ্বের কুখ্যাততম সন্ত্রাসবাদী সংগঠন। কুখ্যাত সন্ত্রাসবাদীদের ভূমিকা নিয়ে সাক্ষ্য দেওয়ার ঠিক আগেই গ্যাংস্টার-রাজনীতিক আতিক খুন হওয়ার পর আল কায়দা থেকে এমন হাড়হিম করা হুমকি অপ্রত্যাশিত নয়। এফআইআরে নিহত গ্যাংস্টার জানিয়েছিল পাকিস্তানের আইএসআই ও লস্কর-ই-তৈবার সঙ্গে তাঁর যোগাযোগ ছিল। উত্তরপ্রদেশ পুলিশের কাছে যে এফআইআর করা হয়েছিল, তাতে আতিক জানিয়েছিল তাঁর সঙ্গে আইএসআই ও লস্করের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে। 



দাবি করেছিল যে অস্ত্র সরবরাহকারী লস্কর জঙ্গি গোষ্ঠীকে অস্ত্র সরবরাহ করে থাকে, সেই সীমান্তের ওপার থেকে ড্রোনের মাধ্যমে তাকে অস্ত্র সরবরাহ করেছিল। ওই অস্ত্র সরবরাহকারী যেসব অস্ত্র সরবরাহ করেছিল, তার মধ্যে ছিল ৪৫ বোরের হ্যান্ডগান,একটি একে ফর্টি সেভেন,একটি স্টেনগান ও আরডিএক্স। সেগুলি পঞ্জাব সীমান্ত পেরিয়ে এদেশে পাঠানো হয়েছিল। আতিকের বাড়িতে হানা দিয়ে ইডি দুশো ব্যাঙ্ক অ্যাকাউন্ট, কোটি কোটি টাকা সম্পত্তির হদিশ পায়। পঞ্চাশটি ভুয়ো সংস্থার কাগজপত্রও উদ্ধার করে ইডি। গত ১৫ এপ্রিল এমএলএন মেডিকেল কলেজে তাকে ও তার ভাই আর্শাদকে মেডিকেল পরীক্ষার জন্য পুলিশ পাহারায় নিয়ে আসার সময় সংবাদমাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে কথা বলার সময় সাংবাদিক সেজে তিনজন বাইকে চড়ে এসে আতিক ও তার ভাইকে পরপর গুলি করে খুন করে। ফরেনসিক রিপোর্টে জানা যায় আতিকের বুকে ও মাথায় অন্তত নটি বুলেট মারা হয়েছিল। আশরফকে পরপর পাঁচটি গুলি মারা হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় দুজনের। গ্যাংস্টার আতিক ও তার ভাইয়ের খুনের পর উত্তরপ্রদেশে বিশাল তোলপাড় হয়। সেই তোলপাড়ের মধ্যেই এবার উদ্বেগ বাড়িয়ে আল কায়দার হুমকি নতুন করে উদ্বেগের সৃষ্টি করল।    

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

Girls Trafficking Racket By NGO :গণবিবাহের নামে মেয়ে বিক্রির চক্র, কাঠগড়ায় স্বেচ্ছাসেবী সংস্থা!

Alor Fulki- A Classic Documentary: আলোর ফুলকি, কল্পনার নির্যাসে তৈরি অন্য এক রূপকথার খোঁজ

RBI Clarifies On Missing Notes: কোটি কোটি পাঁচশো টাকার নোট উধাও, তথ্যাধিকারের তথ্য উড়িয়ে দিল আরবিআই!