TMC Exploring Legal Options: জাতীয় দলের মর্যাদা হারিয়ে কোন পথে যেতে চাইছে তৃণমূল?
দি বেঙ্গলি নিউজরুম ওয়েবডেস্ক: ২০২৪ সালে লোকসভা ভোট। তার আগে বিজেপিকে পর্যুদস্ত করতে বিরোধী দলগুলির সঙ্গে যখন কোমর বাঁধছে, ঠিক তখনই জাতীয় দলের মর্যাদা হারাল তৃণমূল কংগ্রেস (TMC Derecognised As National Party)। তবে শুধু তারাই নয়। জাতীয় দলের মর্যাদা হারিয়েছে শরদ পাওয়ারের এনসিপি,সিপিআই। যদিও এ যাত্রা উতরে গিয়েছে অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি (Aam Admi Party)। তবে জাতীয় দলের মর্যাদা হারিয়ে লড়াই থেকে সরে দাঁড়াচ্ছে না তৃণমূল কংগ্রেস। নির্বাচন কমিশনের এহেন সিদ্ধান্তের বিরুদ্ধে আইনি পথে যাওয়ার বিভিন্ন দিকে খতিয়ে দেখতে শুরু করেছে তৃণমূল কংগ্রেস, (TMC Exploring Legal Options) এমনটাই দলীয় সূত্র থেকে জানা গিয়েছে। সংবাদ সংস্থাকে দলের প্রবীণ সাংসদ সৌগত রায় জানান, তৃণমূল কংগ্রেস এর আগে অনেক বাধা পেরিয়ে এসেছে। এবারও এই বাধা পেরিয়ে যাবেন তাঁরা। যা করণীয়, তাই দল করবে। এ ব্যাপারে কোনও পার্থক্য হবে না। অন্যদিকে কমিশন প্রয়াত রামবিলাস পাসোয়ানের লোক জনশক্তি ও তিপ্রা মোথা পার্টিকে যথাক্রমে নাগাল্যান্ড ও ত্রিপুরায় রাজ্যস্তরের দল হিসেবে স্বীকৃতি দিয়েছে। উত্তরপ্রদেশে আরজেডির রাজ্যস্তরের মর্যাদা খারিজ করেছে তারা।
পশ্চিমবঙ্গে রাজ্যস্তরের দলের মর্যাদা
হারিয়েছে রেভেলিউশনারি সোশ্যালিস্ট পার্টি এবং অন্ধ্র্রপ্রদেশে ভারত রাষ্ট্র
সমিতি। উল্লেখযোগ্যভাবে মেঘালয়ে রাজ্যস্তরের দল হিসেবে স্বীকৃতি মিলেছে দ্য ভয়েস
অব দ্য পিপলস পার্টি। ত্রিপুরা,নাগাল্যান্ড ও মেঘালয়ে সাম্প্রতিক ভোটে তাদের ফলাফলের
ভিত্তিতে রাজ্যস্তরের স্বীকৃতি দেওয়া হয়েছে তিপ্রা মোথা পার্টি,লোকজনশক্তি ও দ্য
ভয়েস অব পিপলস পার্টির। আপ দিল্লি ও পঞ্জাবে ক্ষমতায় থাকার পাশাপাশি গুজরাত ও
গোয়ায় ভোটে দলের ফলাফলের ভিত্তিতে জাতীয় দলের স্বীকৃতি পেয়েছে। দিল্লি,গুজরাত ও
গোয়ায় তারা রাজ্যস্তরের দল হিসেবে ইতিমধ্যেই স্বীকৃত। এই মুহূর্তে রাজ্যস্তরের
গণ্ডী ছাড়িয়ে কেজরিওয়ালের দল জাতীয় রাজনীতিতে পা ফেলার দিকে এগোচ্ছে।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন