Anti Hindu Slur In UK: হিন্দু বিদ্বেষে পিছিয়ে নেই ব্রিটেনও, বিদ্বেষীদের নিশানায় পড়ুয়ারা!
দি বেঙ্গলি নিউজরুম ওয়েবডেস্ক: কানাডার পর এবার ব্রিটিশ মুলুকে (Anti Hindu Slur In UK) হিন্দু বিদ্বেষের বিষবাষ্প। সেখানকার স্কুলগুলিতে ধর্মীয় বিদ্বেষের শিকার হচ্ছে হিন্দু পড়ুয়ারা। লন্ডনের এক থিংক ট্যাঙ্কের রিপোর্টে এমন হিন্দু বিদ্বেষের ঘটনা সামনে এসেছে। স্কুলগুলিতে বৈষম্য ও নানাধরণের আপত্তিকর মন্তব্য, উক্তির শিকার হচ্ছে হিন্দু পড়ুয়ারা বলে থিংক ট্যাঙ্কের (Think Tank Report) রিপোর্টে জানা গিয়েছে। শার্লট লিটল উডসের চালু করা লন্ডনের হেনরি জ্যাকসন সোসাইটি ৯৮৮জন হিন্দু অভিভাবকদের সঙ্গে কথা বলে জানতে পেরেছে তাদের মধ্যে ৫১ শতাংশ শিশু স্কুলে বৈষম্যের শিকার হয়েছে। অভিভাবকদের কথামতো উচ্চমাত্রায় বৈষম্যের অভিযোগ সত্ত্বেও সমীক্ষায় দেখা গিয়েছে এক শতাংশের স্কুলে ঘৃণা বিদ্বেষের ঘটনার কথা জানা গিয়েছে। সমীক্ষায় অংশ নেওয়া মাত্র উনিশ শতাংশ অভিভাবক মনে করেন স্কুলগুলি হিন্দু বিরোধী বিষয়টি চিহ্নিত করার ব্যাপারে সমর্থ হয়েছে। জানা গিয়েছে সেখানে এ ধরণের হিন্দুবিদ্বেষের ঘটনা বছরের পর বছর ঘটে চলেছে। লিটলউড জানিয়েছেন পূর্ব লন্ডনে একটি স্কুলে এ ধরণের ঘটনা ঘটেছে। সেখানে দক্ষিণ এশিয়া বহু ছাত্র পড়াশোনা করে। সেখানেও এধরণের ঘটনা ঘটে।
স্কুলে রিপোর্টের মাধ্যমে হিন্দুবিরোধী
গালি নিয়ে নীতি পরিবর্তনের কথা বলা হয়েছে। রিপোর্টে বার্ষিক সালতামামি রয়েছে এবং
কীভাবে তার মোকাবিলা করতে হবে, সে কথাও জানানো হয়েছে। রিপোর্টে বাইশ বছর পর্যন্ত
বয়সে পড়ুয়াদের নিয়ে জানিয়েছে সমীক্ষকরা। গত মার্চে স্কুলে জেনারেল সেক্রেটারির পদে
মনোনীত হওয়ার সময় ভারতীয় ছাত্র করণ কাটারিয়া বৈষম্যের শিকার হন। তিনি জানিয়েছেন যখন
তাঁর আইনি স্কুলে প্রচার চালাচ্ছিলেন,তখন তাঁকে বৈযম্যের মুখে পড়তে হয়। তাঁকে
তাঁদের মতো করে সব বলতে হয়েছিল। একরমই আরও অনেক হিন্দুবিরোধী ঘটনার মুখে পড়তে
হয়েছে সেদেশে বাস করা হিন্দুদের। বিশেষ করে স্কুলকলেজে এ ধরণের ঘটনা অনেকবারই ঘটেছে।
তবে এই রিপোর্টের ব্যাপারে দ্য ইন্ডিপেন্ডেন্ট স্কুল কাউন্সিল কোনও মন্তব্য
করেনি। তবে শিক্ষকেরা শুধু হিন্দু নয়, অন্য ধর্মের পড়ুয়াদের বিরুদ্ধে ঘৃণাবিদ্বেষের
কথাও বলেছেন। তাঁরা এই ধরণের ঘটনা আটকাতে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার পরামর্শ
দিয়েছেন।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন