Fifty Five People Fell Sick After Eating Ice Cream : আইসক্রিম খাওয়ার পরই বমি, পেটে যন্ত্রণা, মধ্যপ্রদেশে ধর্মীয় অনুষ্ঠানে অসুস্থ শিশু-সহ পঞ্চান্নজন!

 


দি বেঙ্গলি নিউজরুম ওয়েবডেস্ক: ধর্মীয় অনুষ্ঠানে জমায়েত হয়েছিলেন ভক্তরা। অনুষ্ঠানে আইসক্রিম দেওয়া হয়েছিল ভক্তদের। আর সেই আইনক্রিম খেয়েই অসুস্থ হয়ে পড়লেন পঞ্চান্নজন (Fifty Five People Fell Sick After Eating Ice Cream)। ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের খারগোনে জেলায়। অসুস্থদের মধ্যে রয়েছে পঁচিশজন শিশু। ঘটনার পর আইসক্রিমের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। বুধবার রাতে জবলপুর থেকে চোদ্দ কিলোমিটার দূরে খারগোনে জেলার ছাতাল গ্রামের একটি মন্দিরে ওই ধর্মীয় অনুষ্ঠানে ওই আইসক্রিম বানিয়ে বিক্রি করেছিলেন দীনেশ কুশওয়া নামে এক ব্যক্তি। পঞ্চান্নজন অসুস্থের মধ্যে পঁচিশজন শিশুকে জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে (Admitted In Hospital)। আইসক্রিম খাওয়ার পরই বমি করতে শুরু করে ভক্তরা। পেটে যন্ত্রণা শুরু হয়।

 দুটি শিশুকে ক্রিটিকাল কেয়ারে ভর্তি করা হয়েছে। তবে তাদের অবস্থা স্থিতিশীল বলে জানা গিয়েছে। হাসপাতালের রেসিডেন্ট মেডিকেল অফিসার জানিয়েছেন অসুস্থরা আপাতত বিপন্মুক্ত। অন্যদিকে মঙ্গলবার মাঝরাতে চারজন যুবক রাজস্থানের পালি জেলার বালি এলাকায় পনেরো বছরের ছেলেকে হেনস্থা করায় তার মৃত্যু হয়। অভিযুক্ত চার যুবক একই গ্রামের বাসিন্দা বলে জানা গিয়েছে। ওই চারজন যুবকের সঙ্গে কিশোরের গোলমাল বাধে। কিশোরের মৃত্যুর পর মৃতের আত্মীয়স্বজন ও গ্রামবাসীরা অভিযুক্তদের বাড়িতে ইটপাথর ছুড়ে মারে। তারা অভিযুক্তদের গ্রেফতারের দাবি জানায়। অভিযুক্তদের বিরুদ্ধে পুলিশ মামলা দায়ের করেছে এবং বিষয়টি নিয়ে তদন্ত করছে পুলিশ। মৃত কিশোরের ময়নাতদন্তের পর তার দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়।    

 

মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

Girls Trafficking Racket By NGO :গণবিবাহের নামে মেয়ে বিক্রির চক্র, কাঠগড়ায় স্বেচ্ছাসেবী সংস্থা!

Alor Fulki- A Classic Documentary: আলোর ফুলকি, কল্পনার নির্যাসে তৈরি অন্য এক রূপকথার খোঁজ

RBI Clarifies On Missing Notes: কোটি কোটি পাঁচশো টাকার নোট উধাও, তথ্যাধিকারের তথ্য উড়িয়ে দিল আরবিআই!