Fourteen Mobile Messaging Apps Banned : ভূস্বর্গে বসে পাক জঙ্গিদের সঙ্গে বার্তা চালাচালি, সন্দেহজনক চোদ্দটি মোবাইল ম্যাসেজ অ্যাপ নিষিদ্ধ করল কেন্দ্র

 

দি বেঙ্গলি নিউজরুম ওয়েবডেস্ক: মোবাইল ফোনকে অস্ত্র করে পাকিস্তান (Pakistan) থেকে জঙ্গি কার্যকলাপ (Terrorist Activities )চালাচ্ছে সন্ত্রাসবাদীরা। জঙ্গিদের কার্যকলাপ বন্ধ করতে চোদ্দোটি ম্যাসেজিং অ্যাপ নিষিদ্ধ করল কেন্দ্রীয় সরকার (Fourteen Mobile Messaging Apps Banned) । মোবাইল অ্যাপগুলি প্রধানত জম্মু-কাশ্মীর থেকেই ব্যবহার করা হতো। ব্যবহার করা হতো অন্যত্রও। ওই মোবাইল ম্যাসেজ অ্যাপ্লিকেশনের সাহায্যে ভূস্বর্গে জঙ্গিদের হয়ে কাজ করা সহকারীদের সঙ্গে যোগাযোগ করতো তারা। তাতে পাকিস্তান থেকে আসা মেসেজও রিসিভ করা হতো। নিষিদ্ধ হওয়া মোবাইল ম্যাসেজিং অ্যাপগুলির মধ্যে রয়েছে ক্রাইপভাইসার,এনিগমা, সেফসুইসস, উইক্রম, মিডিয়াফায়ার, ব্রায়ার, বি চ্যাট, নান্ডবক্স, কোনিয়ন,আইএমও, এলিমেন্ট, সেকেন্ড লাইনস জাঙ্গি ও থ্রিমা। নিরাপত্তা ও গোয়েন্দা বিভাগগুলির সুপারিশেই ম্যাসেজিং অ্যাপগুলি নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেয় কেন্দ্র। সূত্রের খবর, ওই ম্যাসেজিং অ্যাপগুলি দেশের নিরাপত্তার ক্ষেত্রে হুমকি হয়ে দাঁড়িয়েছিল এবং ভারতের আইনের ধার ধারতো না। কেন্দ্রের মন্ত্রকের কাছে ম্যাসেজ অ্যাপগুলি নিষিদ্ধ করার অনুরোধ জানানো হয়। তথ্যপ্রযুক্তি আইন ২০০০ ধারায় অ্যাপগুলি নিষিদ্ধ করা হয়েছে। 


প্রশাসনের শীর্ষস্তরে গোয়েন্দা এজেন্সিগুলি জানায় এই অ্যাপগুলি উপত্যকায় জঙ্গি কার্যকলাপ নিয়ে প্রচার চালাচ্ছে। সংবাদ সংস্থা জানিয়েছে গোয়েন্দা এজেন্সিগুলি জানিয়েছে এইসব চ্যানেল ওভার গ্রাউন্ড ওয়ার্কার ও জঙ্গিদের মধ্যে যোগাযোগে ব্যবহার করা হতো। চ্যানেলগুলির গতিবিধির ওপর নজর রেখে যাচ্ছিল গোয়েন্দা এজেন্সিগুলি। নজরদারি চালিয়ে গোয়েন্দারা জানতে পারেন ওই মোবাইল অ্যাপ্লিকেশনের কোনও ভারতীয় প্রতিনিধি নেই। অ্যাপের মাধ্যমে কী ঘটছে, তা জানা কঠিন হয়ে দাঁড়িয়েছিল বলে জানা গিয়েছে।

 

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

Girls Trafficking Racket By NGO :গণবিবাহের নামে মেয়ে বিক্রির চক্র, কাঠগড়ায় স্বেচ্ছাসেবী সংস্থা!

Alor Fulki- A Classic Documentary: আলোর ফুলকি, কল্পনার নির্যাসে তৈরি অন্য এক রূপকথার খোঁজ

RBI Clarifies On Missing Notes: কোটি কোটি পাঁচশো টাকার নোট উধাও, তথ্যাধিকারের তথ্য উড়িয়ে দিল আরবিআই!