Old Widow Walking Barefoot In Scorching Heat: মাথার ওপর গনগনে সূর্য, ভাঙা চেয়ার নিয়ে খালি পায়ে কয়েক মাইল হেঁটে পেনশন নিতে সত্তর বছরের বৃদ্ধা!
দি বেঙ্গলি নিউজরুম ওয়েবডেস্ক: অমানবিক দৃশ্য! প্রখর তাপে যখন দেশের মানুষের কাহিল অবস্থা,তখন ওড়িশার একটি ঘটনা যে কোনও সংবেদনশীল মানুষকে নাড়িয়ে দিল (Shocked Everyone)। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা ভিডিওয় দেখা যায় অসহনীয় রোদে এক সত্তর বছরের প্রায় ন্যুব্জ বৃদ্ধা ভাঙা চেয়ার নিয়ে খালি পায়ে (Old Widow Walking Barefoot In Scorching Heat) রাস্তা ধরে এগিয়ে চলেছে। তাপমাত্রা প্রায় পঁয়তাল্লিশ ডিগ্রি, প্রবল তাপে মানুষের ভয়ঙ্কর বিপর্যস্ত অবস্থার মধ্যেই ওই সত্তর বছরের বৃদ্ধা ভাঙা চেয়ারকে অবলম্বন করে এগিয়ে চলেছেন ব্যাঙ্কের দিকে। এই ভয়ঙ্কর রোদকে তুচ্ছ করে কয়েক কিলোমিটার কোনওরকম হেঁটে তিনি পেনশন নিতে যাচ্ছেন ব্যাঙ্কে। ঘটনাটি ঘটেছে ওড়িশার নবরংপুরে ঝারিগাঁও ব্লকে। অত্যন্ত দরিদ্র বৃদ্ধা সূর্যা হরিজনের ছেলে ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিকের কাজ করে। তিনি তাঁর ছোট ছেলের পরিবারের সঙ্গে থাকেন। ছোট ছেলে অন্যের গবাদি পশু চরিয়ে রোজগার করে। চাযের জন্য এক চিলতে জমিও নেই, বাস করে ভাঙা কুঁড়ে ঘরে।
ব্যাঙ্কে
গিয়ে পেনশন তোলার সময় ব্যাঙ্ক থেকে তাঁকে জানানো হয় তাঁর আঙুলের ছাপ মিলছে না।
ফলে বাধ্য হয়ে তাঁকে এই প্রখর রোদের মধ্যে ফিরে আসতে হয়। যে ব্যাঙ্ক থেকে তিনি
পেনশন তোলেন, সেই ব্যাঙ্ক থেকে জানানো হয় তাঁর আঙুল ভাঙার কারণে টাকা তুলতে
সমস্যা হচ্ছিল। সমস্যা সমাধানের চেষ্টা চালানো হচ্ছে বলে জানানো হয়। ঝারিগাঁওয়ের
এসবিআইয়ের ম্যানেজার জানিয়েছেন, ওই মহিলার আঙুল ভাঙা, তাই টাকা তুলতে অসুবিধে
হচ্ছিল। তাঁকে ব্যাঙ্ক থেকে হাতে লিখে তিন হাজার টাকা দেওয়া হয়েছে। বিষয়টির সমাধান
শীঘ্রই করা হবে বলে ম্যানেজার জানিয়েছেন। গ্রামের সরপঞ্চ জানিয়েছেন এ ধরণের অসহায়
মানুষের তালিকা তৈরির ব্যাপারে তাঁরা আলোচনা করছেন। তাঁরা যাতে পেনশনের টাকা পান,
তার চেষ্টা করা হচ্ছে।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন