Death Threat Call To Salman Khan: তিরিশে এপ্রিল খুন করা হবে সলমন খানকে, মুম্বই পুলিশের কন্ট্রোল রুমে হুমকি ফোন!
দি বেঙ্গলি নিউজরুম ওয়েবডেস্ক: সপ্তাকয়েক আগে দাবাং অভিনেতাকে খুনের হুমকি দিয়ে ইমেল পাঠিয়ে জেলে গিয়েছে এক ব্যক্তি। এবার তিরিশে এপ্রিল খুন করা হবে বলিউড অভিনেতা সলমন খানকে বলে ফোন এল (Death Threat Call To Salman Khan) মুম্বই পুলিশ কন্ট্রোল রুমে! সোমবার ফোনে এক ব্যক্তি রকিভাই নামে যোধপুর থেকে ফোন করে। সে নিজেকে গো রক্ষক বলে নিজের পরিচয় দেয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এর আগে খুনের হুমকি দিয়ে ইমেল করেছিল (Death Threat Email) ধাকাদ রাম নামে এক ব্যক্তি। সে রাজস্থানের যোধপুর জেলার লুনির বাসিন্দা। গত মার্চের ছাব্বিশ তারিখে গ্রেফতার করা হয়েছিল তাকে। গ্রেফতারের পর ধাকাদ রাম নামে ওই ব্যক্তিকে মুম্বই পুলিশের হাতে তুলে দেওয়া হয়। ধৃতের বিরুদ্ধে বান্দ্রা থানায় মামলা রুজু করে পুলিশ। ধৃত ব্যক্তি ইমেল পাঠিয়ে দাবাং অভিনেতাকে হুমকি দেয় তাঁর পরিণতি হবে সিধু মুসেওয়ালার মতো।
বলিউড অভিনেতাকে খুন করার হুমকি ইমেলের
তদন্তে নেমে মুম্বই পুলিশের টিম ও লুনি পুলিশ স্টেশনের পুলিশ যৌথ অভিযান চালিয়ে
ধাকাদ রামকে গ্রেফতার করে। হুমকির জেরে সলমন খানকে ওয়াই ক্যাটেগরির নিরাপত্তার
ব্যবস্থা করে মুম্বই পুলিশ। গ্যাং স্টার লরেন্স বিশনয়ের লোকজনেরা হুমকি চিঠি
দেওয়ার পর মহারাষ্ট্র সরকার সল্লু ভাইয়ের নিরাপত্তার পদক্ষেপ নেয়। জেলবন্দি গ্যাংস্টার
বিশনয়, গোল্ডি ব্রার ও রোহিত গর্গের
বিরুদ্ধে দাবাং নায়ককে হুমকি মেল পাঠানোর জন্য মামলা করে। বান্দ্রা পুলিশ ভারতীয় দণ্ডবিধির
অধীনে একাধিক মামলা রুজু করে। তবে খুনের হুমকির পরেও তাঁর আসন্ন ছবি কিসি কা ভাই
কিসি কান ছবির প্রোমোশন শুরু করে দিয়েছেন সলমন। এপ্রিলের দশ তারিখে মুম্বইয়ে
ট্রেলার লঞ্চে অংশ নেন ভাইজান।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন