Again In the Covid19 Pandemic? ফের কোভিড অতিমারির শঙ্কা?, উদ্বেগ বাড়ছে কেন্দ্রের স্বাস্থ্যমন্ত্রকের

 


দি বেঙ্গলি নিউজরুম ওয়েবডেস্ক: আবার অতিমারির কোপে (Again In Covid19 Pandemic?) পড়তে চলেছে ভারত? গত চব্বিশ ঘণ্টার মধ্যে নতুন আক্রান্তের সংখ্যা পাঁচ হাজার তিনশো পঁয়ত্রিশ জন। গত সেপ্টেম্বরের তেইশ তারিখের পর থেকে এই প্রথম পাঁচ হাজার পেরোল (Rapid Spike Of Infection)। কোভিডের এমন বাড়াবাড়িতে ঘটনায় টনক নড়তে চলেছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের (Central Health Ministry)। প্রতিদিন পজিটিভ কেসের সংখ্যা ৩.৩২ শতাশ। এই মুহুর্তে সারা দেশে অ্যাকটিভ কেসের সংখ্যা দাঁড়িয়েছে ২৫,৫৮৭।  সারা দেশে মোট আক্রান্তের মধ্যে অ্যাকটিভ কেসের শতাংশের হার ০.০৬ এবং কোভিড থেকে সেরে ওঠার মোট হার ৯৮.৭৫ শতাংশ। গত চব্বিশ ঘণ্টা কোভিড থেকে সেরে উঠেছেন ২,৮২৬ জন। সব মিলিয়ে মোট আরোগ্যের সংখ্যা ৪,৪১,৮২,৫৩৮জন। তবে স্বস্তি উড়িয়ে গত কয়েকসপ্তাহে আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ায় কেন্দ্র ও রাজ্যগুলিকে রীতিমতো দুশ্চিন্তায় ফেলেছে। পরিস্থিতি খতিয়ে দেখতে কোভিডের বাড়াবাড়ি রুখতে স্বাস্থ্য পরিকাঠামো প্রস্তুত রাখার ব্যাপারে বিভিন্ন রাজ্যের সরকার পর্যালোচনায় বসেছে। 

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডবিয়া সংবাদমাধ্যমকে জানিয়েছেন, সংক্রমণের বাড়বাড়ন্ত মোকাবিলায় সরকার পুরোপুরি প্রস্তুত। আইসিইউ বেড, অক্সিজেন সরবরাহ থেকে অন্যান্য ক্রিটিকাল কেয়ারের ব্যবস্থা প্রস্তুত রাখা হয়েছে যাতে পরিস্থিতি সঠিকভাবে সামাল দিতে পারা যায়। অন্যান্য জায়গার পাশাপাশি রাজধানী দিল্লিতেও কোভিড আক্রান্তের সংখ্যা বাড়ছে। গতকাল রাজধানীতে ৫০৯টি নতুন করে আক্রান্তের খবর পাওয়া গিয়েছে। পজিটিভিটির হার ২৬.৫৪ শতাংশে পৌঁছেছে। যা গত পনেরো মাসের কাছাকাছি সময়ে সর্বোচ্চ। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল জানিয়েছেন রাজধানীতে কোভিডের বাড়বাড়ন্তে নজর রেখে সরকার যে কোনও পরিস্থিতি মোকাবিলায় তৈরি রয়েছে। তবে এ নিয়ে উদ্বিগ্ন হওয়ার কোনও কারণ নেই। সমস্ত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে।

 

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

Girls Trafficking Racket By NGO :গণবিবাহের নামে মেয়ে বিক্রির চক্র, কাঠগড়ায় স্বেচ্ছাসেবী সংস্থা!

Alor Fulki- A Classic Documentary: আলোর ফুলকি, কল্পনার নির্যাসে তৈরি অন্য এক রূপকথার খোঁজ

RBI Clarifies On Missing Notes: কোটি কোটি পাঁচশো টাকার নোট উধাও, তথ্যাধিকারের তথ্য উড়িয়ে দিল আরবিআই!