Respite From Heat: আজ থেকে পাঁচদিন দহনজ্বালা থেকে রেহাই, দেখা মিলতে পারে বৃষ্টিরও!

 

দি বেঙ্গলি নিউজরুম ওয়েবডেস্ক: দিনকতক অসহনীয় দহনজ্বালার (Heat Wave) পর অবশেষে স্বস্তির খবর শোনাল আবহাওয়া অফিস। শনিবার তারা জানাল আগামী পাঁচদিন দেশের মানুষ এমন অসহনীয় দহন জ্বালা থেকে মুক্তি পাবে (Respite From Heat)। আবহাওয়া দফতরের খবর, উত্তরপশ্চিম মধ্যপ্রদেশ ও তামিলনাডুর মধ্যে ঘূর্ণিঝড় অবস্থান (Cyclonic Trough) করায় তীব্র দহন জ্বালা থেকে স্বস্তি পেতে চলেছে সবাই। তেলঙ্গনা হয়ে উত্তর পশ্চিম মধ্যপ্রদেশ থেকে তামিলনাডুর দক্ষিণে নিম্নচাপের কুণ্ডলী তৈরি হয়েছে। বেসরকারি আবহাওয়া অফিস স্কাইমেট ওয়েদার জানিয়েছে ঝাড়খণ্ড হয়ে বিহার থেকে ওড়িশায় আরেকটি ঘূর্ণাবর্ত তৈরির খবরও জানিয়েছে। আবহাওয়া বিশেষজ্ঞরা জানিয়েছেন এমন পরিস্থিতি সাধারণত মেঘলা আকাশ, বৃষ্টি ও তাপমাত্রার পারদ কমিয়ে থাকে। প্রসঙ্গত,গত কয়েক সপ্তাহ ধরে অস্বাভাবিক গরমে কাহিল হন মানুষ। ভারতের একাধিক জায়গায় তীব্র তাপপ্রবাহ চলে। উত্তর ও মধ্য সমতল এলাকায় প্রশাসন স্কুলের সময় এগিয়ে নিয়ে আসে বা গরম না কমা পর্যন্ত স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়। এ মাসের শুরুতে আবহাওয়া দফতর জানিয়েছিল উত্তর পশ্চিম অঞ্চল, উপসাগরীয় এলাকা বাদে এপ্রিল থেকে জুন মাস পর্যন্ত দেশের অধিকাংশ জায়গায় স্বাভাবিকের চেয়ে তাপমাত্রা দেখা যাবে।


 সমুদ্র উপকূল এলাকা, পূর্ব ও উত্তরপশ্চিম অঞ্চলে এইসময় স্বাভাবিকের থেকে বেশি তাপমাত্রা অনুভূত হবে। তবে শুক্রবার থেকে মাত্র কয়েকটি অঞ্চল এই অসহনীয় তাপমাত্রা থেকে রেহাই পায়। উত্তর-পশ্চিম, মধ্য ও মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশের উপকূল এলাকা, তামিলনাডু ও পুদুচেরি, গুজরাতের প্রত্যন্ত এলাকা-সহ মধ্য, পূর্ব ভারত  এবং কেরলে তাপমাত্রা ৪০ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করেছে। শনিবার পশ্চিম হিমালয় অঞ্চল বাদে বাকি দেশে তাপমাত্রা ছিল ৩৫ ডিগ্রির কাছাকাছি।
  

 

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

Girls Trafficking Racket By NGO :গণবিবাহের নামে মেয়ে বিক্রির চক্র, কাঠগড়ায় স্বেচ্ছাসেবী সংস্থা!

Alor Fulki- A Classic Documentary: আলোর ফুলকি, কল্পনার নির্যাসে তৈরি অন্য এক রূপকথার খোঁজ

RBI Clarifies On Missing Notes: কোটি কোটি পাঁচশো টাকার নোট উধাও, তথ্যাধিকারের তথ্য উড়িয়ে দিল আরবিআই!