NCPCR And WBCPCR Conflict : নাবালিকা হেনস্থার তদন্তে রাজ্য ও কেন্দ্রের শিশুসুরক্ষা কমিশনের সঙ্ঘাত চরমে

 


দি বেঙ্গলি নিউজরুম ওয়েবডেস্ক: রাজ্যে নাবালিকা হেনস্থার (Abuse On Minor Girls) দুটি ঘটনায় জাতীয় শিশু সুরক্ষা কমিশন এবং রাজ্য শিশু সুরক্ষা কমিশনের বিরোধ চরমে উঠল (NCPCR And WBCPCR Conflict)। জাতীয় শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপার্সন প্রিয়ঙ্ক কানুনগোর অভিযোগ, নিগৃহীতা নাবালিকার সঙ্গে দেখা করার সময় তাঁকে বাধা দেওয়া হয়েছে (Was Barred From Meeting Minor) কানুনগো আরও জানান নিগৃহীতার সঙ্গে দেখা করতে গিয়ে তিনি দেখেন সেখানে কয়েকজন পুলিশকে সঙ্গে নিয়ে রাজ্য শিশু সুরক্ষা কমিশনের চেয়ার পার্সন সুদেষ্ণা রায় সেখানে হাজির রয়েছেন। তাঁকে বলা হয় দশ দিন আগে রাজ্য শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপার্সন নিগৃহীতার সঙ্গে দেখা করেছেন। এই ঘটনায় তিনি রীতিমতো আশ্চর্য হয়েছেন বলে জাতীয় শিশু সুরক্ষা কমিশনের চেয়ার পার্সন প্রিয়ঙ্ক কানুনগো জানিয়েছেন। সংবাদমাধ্যমকে কানুনগো জানান তিনি যেদিন নিগৃহীতা দুই নাবালিকার সঙ্গে দেখা করার দিনই রাজ্য শিশু সুরক্ষা কমিশনের চেয়ার পার্সন তাদের বাড়িতে গিয়ে দেখা করেন।

রীতিমতো কড়া সমালোচনা করে জাতীয় শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপার্সন কানুনগো বলে ঘটনার দশদিন হয়ে গেলেও নিগৃহীতার সঙ্গে দেখা করার সময় পায়নি রাজ্য শিশু সুরক্ষা কমিশন। তাঁরা নিগৃহীতার সঙ্গে আলাদা কথা বলতে চাইলেও তাঁদের তার অনুমতি দেওয়া হয়নি। তাঁর আক্ষেপ তাঁরা রাজ্যের নিরাপত্তা থেকে বঞ্চিত। কানুনগো জানান তিনি স্বরাষ্ট্র ও মুখ্যসচিবকে জানালেও প্রকৃত তদন্ত করা যায়নি। যে চিকিৎসক নিগৃহীতার মেডিকেল রিপোর্ট তৈরি করেছেন, তাঁর সঙ্গে দেখা করতে চাইলেও অনুমতি দেওয়া হয়নি। রাজ্য শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপার্সন সুদেষ্ণা রায় জানান তিনি যেহেতু ঘটনার তদন্ত করছিলেন, সে কারণে নিগৃহীতার সঙ্গে দেখা করতে পারেননি। তাঁর পাল্টা অভিযোগ জাতীয় শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপার্সন তাঁর সঙ্গে খারাপ ব্যবহার করেছেন। গাজোলে উপস্থিত থাকা ইংরেজবাজারের বিজেপি বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরী জানান তৃণমূল অভিযোগ করেছে বিজেপি ইস্যুটিকে রাজনৈতিক রং দেওয়ার চেষ্টা করছে। কিন্তু তিনি এখানে বিজেপি বিধায়ক হিসেবে আসেননি। তিনি জাতীয় শিশু সুরক্ষা কমিশনে অভিযোগকারিণী হিসেবে এখানে এসেছিলেন। অন্যদিকে শুক্রবার কলকাতার তিলজলায় সাত বছরের বালিকা খুনের ঘটনার তদন্ত করার সময় কানুনগো অভিযোগ করেছিলেন তিলজলার ওসি তাঁর সঙ্গে অত্যন্ত খারাপ ব্যবহার করেছিলেন। তাঁর অভিযোগের পরেই তিলজলার ওসিকে বদলি করা হয়। 

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

Girls Trafficking Racket By NGO :গণবিবাহের নামে মেয়ে বিক্রির চক্র, কাঠগড়ায় স্বেচ্ছাসেবী সংস্থা!

Alor Fulki- A Classic Documentary: আলোর ফুলকি, কল্পনার নির্যাসে তৈরি অন্য এক রূপকথার খোঁজ

RBI Clarifies On Missing Notes: কোটি কোটি পাঁচশো টাকার নোট উধাও, তথ্যাধিকারের তথ্য উড়িয়ে দিল আরবিআই!