Ailing Six Month Old Boy Died: তিন ঘণ্টা অপেক্ষা করেও মেলেনি অ্যাম্বুলেন্স, মায়ের কোলেই মৃত্যু অসুস্থ ছ মাসের শিশু!
দি বেঙ্গলি নিউজরুম ওয়েবডেস্ক: ছ” মাসের অসুস্থ সন্তানকে (Ailing Six Month Old Boy Died) কোলে নিয়ে অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন মা। কিন্তু তিন ঘণ্টা পরেও দেখা মেলেনি অ্যাম্বুলেন্সের (Unavailability Of Ambulance)। ফলে মায়ের কোলেই মৃত্যু হল সন্তানের। দুঃখজনক ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের দাতিয়াকে। এদিন শিশুটির শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে নিয়ে মা ইন্দরগড়ের জেলার সরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা দাতিয়া হাসপাতালে রেফার করেন। কিন্তু তিন ঘণ্টাতেই আসেনি অ্যাম্বুলেন্স। তারপরই তার মৃত্যু হয়। শিশুটির মায়ের অভিযোগ, কমিউনিটি হেলথ সেন্টারে তাঁর সন্তানের চিকিৎসা মেলেনি।
অ্যাম্বুলেন্স দেরিতে আসায় শিশুর মৃত্যু হয়। দুটি অ্যাম্বুলেন্স বিধায়কের স্থানীয়
এলাকা উন্নয়নের তহবিল থেকে কেনা হয়েছে। দুটি গাড়ি কমিউনিটি হেল্থ ক্লিনিকের সামনে
দাঁড় করানো থাকলেও দুটি পর্যাপ্ত জ্বালানি না থাকায় তা যাওয়ার মতো অবস্থায় ছিল
না বলে জানা গিয়েছে। ঘটনার তদন্ত করতে সাব
ডিভিশনাল ম্যাজিস্ট্রেট, জেলার চিফ মেডিকেল ও হেলথ অফিসার ও একজন পুলিশ অফিসার এবং
একজন তহশিলদারকে নিয়ে গড়া টিম ওই স্বাস্থ্যকেন্দ্রে যায়। চিফ মেডিকেল অফিসার ও
হেলথ অফিসার জানিয়েছেন নিয়ম হচ্ছে অ্যাম্বুলেন্সের জন্য প্রথম ১০৮ নম্বরে ডায়াল
করতে হবে। কিন্তু তখন পেশেন্ট ওয়েলফেয়ার কমিটির অলাভজনক অ্যাম্বুলেন্স সেখানে ছিল।
জরুরি ভিত্তিতে ওই অ্যাম্বুলেন্সগুলি বিনামূল্যে পরিষেবা অবশ্যই দিয়ে থাকে। তবে
দোষীদের উপযুক্ত ব্যবস্থার কথা জানিয়েছে প্রশাসন।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন