Allegation Against TMC Panchayet Head : চাকরি দেওয়ার নাম করে টাকা আদায়, কাঠগড়ায় তৃণমূলের পঞ্চায়েত প্রধান

দি বেঙ্গলি নিউজরুম ওয়েবডেস্ক: রাজ্য জুড়ে যখন চাকরি পাইয়ে দেওয়ার নাম করে কোটি কোটি টাকা আত্মসাতের ঘটনায় তোলপাড় চলছে, ঠিক সেসময়ই উত্তর চব্বিশ পরগনার জগদ্দল বিধানসভার অন্তর্গত শ্যামনগরের কাউগাছি-১ পঞ্চায়েত প্রধান চৈতালি কর্মকারের বিরুদ্ধে টাকা নিয়ে চাকরি দেওয়ার অভিযোগ উঠেছে (Allegation Against TMC Panchayet Head)। অভিযোগ, পঞ্চায়েত এলাকায় ভিআরপি সমীক্ষার জন্য প্রায় কুড়ি জনের কাজ থেকে কুড়ি হাজার টাকা নিয়েছেন পঞ্চায়েত প্রধান। কিন্তু এলাকার এক মহিলা চাকরি না পাওয়ায় থানা যান অভিযোগ জানাতে। কিন্তু লিখিত প্রমাণ না থাকায় পুলিশ তাঁকে ফিরিয়ে দেয়। গত সোমবার পঞ্চায়েত প্রধান চৈতালি কর্মকারের কাছে টাকা ফেরত চাইলে তিনি দশ হাজার টাকা ফেরত দেন। বাকি টাকা ফেরতে দেওয়ার জন্য দু মাস সময় চান। অভিযোগ, পঞ্চায়েত প্রধান তাঁকে দেখে নেওয়ার হুমকিও দিয়েছেন।


 ওই মহিলার দাবি, এলাকার বাকি মহিলারা কেউই ভয়ে পঞ্চায়েত প্রধানের কাছে টাকা ফেরত চাইতে পারছেন না। বিষয়টি নিয়ে কাউগাছি-১ তৃণমূল কংগ্রেসের সভাপতি স্বপন মণ্ডল জানান, ঘটনাটি খুবই দুঃখজনক। প্রতারিতরা তাঁর কাছে অভিযোগ জানাতে এসেছিলেন। সবাইকে প্রশাসনের কাছে যাওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। ঘটনাটি উচ্চ নেতৃত্বকে জানাবেন। এ ব্যাপারে পঞ্চায়েত প্রধানকে ফোন করা হলেও তিনি ফোন ধরেননি। উল্লেখ্য কাউগাছি পঞ্চায়েত এলাকায় বিবেকানন্দ হাসপাতাল নিয়েও তৃণমূল কংগ্রেসের জগদ্দল বিধায়ক সোমনাথ শ্যামের বিরুদ্ধেও অভিযোগ উঠেছে। তাঁর বিরুদ্ধে জোর করে হাসপাতাল বন্ধের অভিযোগ উঠেছে।  
 

  

 

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

Girls Trafficking Racket By NGO :গণবিবাহের নামে মেয়ে বিক্রির চক্র, কাঠগড়ায় স্বেচ্ছাসেবী সংস্থা!

Alor Fulki- A Classic Documentary: আলোর ফুলকি, কল্পনার নির্যাসে তৈরি অন্য এক রূপকথার খোঁজ

RBI Clarifies On Missing Notes: কোটি কোটি পাঁচশো টাকার নোট উধাও, তথ্যাধিকারের তথ্য উড়িয়ে দিল আরবিআই!