TMC Highlights The Transparent Image: পঞ্চায়েত নির্বাচনে স্বচ্ছ ভাবমূর্তির প্রার্থী বাছাইয়ে গোপন ব্যালটে ভোট, সাফাই অভিযানে নামছে তৃণমূল?

 


দি বেঙ্গলি নিউজরুম ওয়েবডেস্ক: জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ছে শাসকদল তৃণমূল কংগ্রেস? আসন্ন পঞ্চায়েত ভোটের আগে আত্মসমীক্ষায় নেমে এই উপলব্ধির পরেই সক্রিয় হতে চলেছে তারা (TMC Highlights The Transparent Image)। চাকরি দুর্নীতি থেকে কয়লাচুরি, মাথার ওপর একের পর এক দুর্নীতির অভিযোগের বোঝা। প্রায় প্রতিদিনই সিবিআই,ইডির হানার মুখে পড়ছেন বিধায়ক,নেতা-নেত্রীরা। সব মিলিয়ে পঞ্চায়েত ভোটের আগে কেন্দ্রীয় এজেন্সি থেকে শুরু করে বিজেপির লাগাতার আক্রমণে দৃশ্যত কোণঠাসা তৃণমূল কংগ্রেসের ঘুরে দেখানোর এখন একটাই রাস্তা, যেভাবেই হোক ভোটের কথা মাথায় রেখে দলের স্বচ্ছ ভাবমূর্তি ও তৃণমূল স্তরে যোগাযোগ (Clean Image And Grass route Level Connection) । ধেয়ে আসা ঝাঁকে ঝাঁকে আক্রমণের মুখে এই মুহূর্তে এই অস্ত্রকেই কাজে লাগাতে মরীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। আর সেটা মাথায় রেখে তারা আসন্ন পঞ্চায়েত ভোটে দলের প্রার্থী বাছাইয়ে জনমতের ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে। কারণ এই মন্ত্র অনুসরণ না করলে একটার পর একটা দুর্নীতিতে বিপর্ষস্ত দলকে ভোটে বিজেপি-সহ বিরোধীদের মোকাবিলা করা কোনওভাবেই সম্ভব হবে না বলেই মনে করছে দল। 

ফলে প্রার্থী বাছাইয়ে একমাত্র নির্ণায়ক ঘটনা হিসেবে সাধারণ মানুষের কাছে স্বচ্ছ ভাবমূর্তিকেই মূলধন করতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ও দলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। জাতীয় তকমা হারানোর দিন কয়েক পর রাজ্যের শাসকদল ঘোষণা করেছে পঞ্চায়েত ভোটে প্রার্থী নির্বাচনে গোপন ব্যালটে মত নেওয়া হবে। আর এই বিষয়ে পুরোভাগে থাকবেন মমতার ভাইপো ও দলের জাতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে তাঁদের স্বচ্ছতা অভিযান এখন শুরু হচ্ছে না। প্রবল তাপপ্রবাহ কেটে গেলে আগামী ২৫ এপ্রিল থেকে গোপন ব্যালট অভিযান শুরু হবে বলে দলীয় সূত্রে জানা গিয়েছে। আগামী টানা দু মাস ধরে চলবে এই অভিযান। রাজ্যজুড়ে গ্রাম বাংলার মতামত শিরোনামে তেমন স্বচ্ছ ভাবমূর্তির প্রার্থীদেরই জন মতামতের ভিত্তিকে বাছাই করা হবে, যাঁদের মানুষ পছন্দ করে রায় দেবে। অভিষেক জানিয়েছেন ভারতে এই প্রথম এমন ধরণের কর্মসূচি নেওয়া হতে চলেছে। রুদ্ধদ্বার বৈঠকেই প্রার্থী বাছাইয়ের কাজ করা হবে। তবে বিরোধী শিবিরের বক্তব্য, এতে ঠগ বাছতে গা উজাড় হয়ে যাবে। কারণ তৃণমূল কংগ্রেসে এমনিতেই দুর্নীতিগ্রস্তদের রমরমা, তাতে এ ধরণের কর্মসূচি কতটা সফল হবে, তা নিয়ে সংশয় রয়েছে বলে দাবি করেছেন বিরোধীরা। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, শুধু জাতীয় দলের তকমা হারানোই নয়, ২০২৪ সালের লোকসভা ভোটের আগে শিক্ষক চাকরি দুর্নীতিতে বিদ্ধ তৃণমূল কংগ্রেসের হাল ফেরাতে দলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়কে শক্ত ভিতের ওপর দাঁড় করানোর জন্য এমন পদক্ষেপ নেওয়া হয়েছে বলে মনে করছে রাজনৈতিক মহল।    

 

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

Girls Trafficking Racket By NGO :গণবিবাহের নামে মেয়ে বিক্রির চক্র, কাঠগড়ায় স্বেচ্ছাসেবী সংস্থা!

Alor Fulki- A Classic Documentary: আলোর ফুলকি, কল্পনার নির্যাসে তৈরি অন্য এক রূপকথার খোঁজ

RBI Clarifies On Missing Notes: কোটি কোটি পাঁচশো টাকার নোট উধাও, তথ্যাধিকারের তথ্য উড়িয়ে দিল আরবিআই!