Modi-Adani Nexus: মোদী-শাহের হিটলিস্টে কেজরিওয়াল, সিবিআই কী তাঁকে জেলে ঢোকানোর প্রস্তুতি নিচ্ছে?

 

দি বেঙ্গলি নিউজরুম ওয়েবডেস্ক: মোদী-শাহের (Modi-Shah Opposition) বিরোধিতার মাশুল দিতে চলেছেন অরবিন্দ কেজরিওয়াল? সংসদে আদানির সঙ্গে মোদীর ঘনিষ্ঠতা (Modi-Adani Nexus) নিয়ে সোচ্চার হওয়ার পর মামলার রায়ে সাংসদপদ খোয়াতে হয়েছে রাহুল গান্ধীকে। কেন্দ্র তথা বিজেপির বিরোধিতা করার জন্য প্রতিনিয়তই সিবিআই-ইডির সার্জিকাল হামলার শিকার হতে হচ্ছে বিজেপি শাসিত রাজ্যগুলি। এবার আগামী লোকসভা ভোটে গেরুয়াশিবিরের সঙ্গে যোঝার মতো শক্তি হিসেবে নিজেদের তুলে ধরার ফল হিসেবে আপ দলকে নিশানা করেছে মোদী-শাহের দল। আগামী রবিবার দিল্লির মুখ্যমন্ত্রী তথা আপের সর্বভারতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়ালকে ডেকেছে সিবিআই। আপের অভিযোগ আবগারি নীতি মামলায় কেজরিওয়ালকে গ্রেফতার করার ষড়যন্ত্র করেছে বিজেপি। যদিও তাতে দুর্নীতির বিরুদ্ধে তাদের লড়াই থামবে না। কেজরিওয়ালকে সিবিআই তলব করার পরেই দিল্লির বিজেপি সভাপতি বীরেন্দ্র সচদেব রীতিমতো খোঁচা দিয়ে বলেছেন, এবার তিন বন্ধুর সঙ্গে তিহার জেলে দেখা হবে। তিনজন হলেন অরবিন্দ কেজরিওয়াল,মণীশ সিসোদিয়া এবং সত্যেন্দ্র জৈন। সিসোদিয়া ও সত্যেন্দ্র জৈন এখন জেলে রয়েছেন।


সচদেব সাংবাদিক বৈঠকে রীতিমতো জোরের সঙ্গে বলেন দিল্লির বিজেপি সবসময়ই বলে আসছে আবগারি কেলেঙ্কারির মূল মাথা হলেন কেজরিওয়াল। যে কেলেঙ্কারিতে মণীশ সিসোদিয়া ইতিমধ্যেই জেলে রয়েছেন। গত জুলাই মাসে দিল্লির রাজ্যপাল লেফটেন্যান্ট গভর্নর ভিকে সাক্সেনা আবগারি নীতি নিয়ে অনিয়মের অভিযোগ তুলে সিবিআই তদন্তের সুপারিশ করার পরপরই দিল্লি এক্সাইজ পলিসি ২০২১-২০১২ সাল বাতিল করে দেয় আপ সরকার। এই ঘটনায় গত ফেব্রুয়ারি মাসে উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়াকে গ্রেফতার করা হয়। আরেক আপমন্ত্রী সত্যেন্দ্র জৈনকে টাকা নয়ছয়ের মামলায় একবছর আগে গ্রেফতার করে ইডি। তারপর থেকে জেলে রয়েছেন সত্যেন্দ্র। এদিকে কেজরিওয়ালকে আবগারি নীতি মামলায় তলব করার পেছনে কী কারণ থাকতে পারে, তার চুলচেরা বিশ্লেষণ শুরু করে দিয়েছে আপ। তাদের ধারণা, দিল্লি বিধানসভায় আদানির সঙ্গে মোদীর ঘনিষ্ঠতা নিয়ে মুখ্যমন্ত্রী সরব হওয়ায় তাঁর বিরুদ্ধে সিবিআইকে লেলিয়ে দেওয়া হয়েছে। মোদী-আদানি আঁতাঁতের পর্দাফাঁস হওয়ায় বিজেপি তাঁকে হিটলিস্টে রেখেছে বলে মনে করছে আপ নেতৃত্ব। তাদের প্রশ্ন দিল্লি বিজেপির সভাপতি কী করে জানলেন কেজরিওয়ালকে সিসোদিয়া, সত্যেন্দ্র জৈনের মতো জেলে যেতে হবে। এখন এই প্রশ্নের উত্তর খুঁজে বেড়াচ্ছে আপ।  

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

Girls Trafficking Racket By NGO :গণবিবাহের নামে মেয়ে বিক্রির চক্র, কাঠগড়ায় স্বেচ্ছাসেবী সংস্থা!

Alor Fulki- A Classic Documentary: আলোর ফুলকি, কল্পনার নির্যাসে তৈরি অন্য এক রূপকথার খোঁজ

RBI Clarifies On Missing Notes: কোটি কোটি পাঁচশো টাকার নোট উধাও, তথ্যাধিকারের তথ্য উড়িয়ে দিল আরবিআই!