BJP Will Come In Power In 2024, Shah Asserts: চব্বিশের লোকসভা ভোটে তিনশোরও বেশি আসন পাবে বিজেপি, অসমে দাঁড়িয়ে চ্যালেঞ্জ শাহের
ব্রিটেন সফরে বিতর্কিত মন্তব্য করার জন্য রাহুলকে কড়া ভাষায়
আক্রমণ শানিয়ে শাহ বলেন, তিনি যদি বিদেশের মাটিতে ভারতকে অপমান করেন এবং তা
ক্রমাগত করে চলেন,তাহলে আগামী দিনে উত্তর পূর্বের মতো দেশ থেকে কংগ্রেস বরাবরের
জন্য মুছে যাবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে কবর খুঁড়েগি মন্তব্যের
প্রসঙ্গে শাহ বলেন, তারা যতই মোদীর সম্পর্কে খারাপ কথা বলবে, ততই বিজেপি আরও
উন্নতি করবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিতর্কিত আফসপা আইন অসমের ৭০ শতাংশ
অঞ্চল থেকে তুলে নেওয়া হয়েছে। বোরোল্যান্ড ও কার্বি আংলং এখন শান্ত এবং
প্রতিবেশি রাজ্যগুলির সঙ্গে সীমান্ত বিতর্ক মিটে গিয়েছে। আগামী ১৪ তারিখে বিশাল
অনুষ্ঠান হতে চলেছে অসমে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে এগারো হাজার
নর্তক-নর্তকী ওই অনুষ্ঠানে নাচ করবে। সেই প্রসঙ্গ টেনে শাহ বলেন, আগে অসম মানেই
ছিল আন্দোলন, আতঙ্কবাদ। কিন্তু এখন সেখানে শান্তি বিরাজ করছে। অসমের মানুষ বিহুর
গানে নাচছেন।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন