BJP Will Come In Power In 2024, Shah Asserts: চব্বিশের লোকসভা ভোটে তিনশোরও বেশি আসন পাবে বিজেপি, অসমে দাঁড়িয়ে চ্যালেঞ্জ শাহের

 দি বেঙ্গলি নিউজরুম ওয়েবডেস্ক: এক সময়ে কংগ্রেসের দুর্গ (Fortress Of Congress) বলে পরিচিত উত্তর পূ্র্বের রাশ এখন বিজেপির হাতে। এমনকী রাহুল গান্ধীর বহু চর্চিত ভারত জোড়ো যাত্রার পরেও এবারে কিছুই সুবিধে করতে পারেনি কংগ্রেস। সে কথা মনে করিয়ে দিয়ে ২০২৪ সালের লোকসভা ভোটে তিনশোরও বেশি আসন পাবে বিজেপি (BJP Will Come In Power In 2024) বলে ডিব্রুগড়ে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। অসমের ডিব্রুগড়ে দলের অফিসের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তাঁর দাবি, লোকসভা জিতে তৃতীয়বার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একইসঙ্গে জানান উত্তরপূর্বাঞ্চলে বিজেপি চোদ্দটি আসনের মধ্যে বারোটিই দখল করবে তাঁদের দল। কিছুদিন আগে মেঘালয়,ত্রিপুরা ও নাগাল্যান্ডে বিধানসভা ভোট হয়। তিনটি রাজ্যের মধ্যে ত্রিপুরায় ক্ষমতা দখল করে বিজেপি। অন্য দুটি রাজ্যে জোটসঙ্গী হিসেবে ক্ষমতায় আসে।


 ব্রিটেন সফরে বিতর্কিত মন্তব্য করার জন্য রাহুলকে কড়া ভাষায় আক্রমণ শানিয়ে শাহ বলেন, তিনি যদি বিদেশের মাটিতে ভারতকে অপমান করেন এবং তা ক্রমাগত করে চলেন,তাহলে আগামী দিনে উত্তর পূর্বের মতো দেশ থেকে কংগ্রেস বরাবরের জন্য মুছে যাবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে কবর খুঁড়েগি মন্তব্যের প্রসঙ্গে শাহ বলেন, তারা যতই মোদীর সম্পর্কে খারাপ কথা বলবে, ততই বিজেপি আরও উন্নতি করবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিতর্কিত আফসপা আইন অসমের ৭০ শতাংশ অঞ্চল থেকে তুলে নেওয়া হয়েছে। বোরোল্যান্ড ও কার্বি আংলং এখন শান্ত এবং প্রতিবেশি রাজ্যগুলির সঙ্গে সীমান্ত বিতর্ক মিটে গিয়েছে। আগামী ১৪ তারিখে বিশাল অনুষ্ঠান হতে চলেছে অসমে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে এগারো হাজার নর্তক-নর্তকী ওই অনুষ্ঠানে নাচ করবে। সেই প্রসঙ্গ টেনে শাহ বলেন, আগে অসম মানেই ছিল আন্দোলন, আতঙ্কবাদ। কিন্তু এখন সেখানে শান্তি বিরাজ করছে। অসমের মানুষ বিহুর গানে নাচছেন।  



মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

Girls Trafficking Racket By NGO :গণবিবাহের নামে মেয়ে বিক্রির চক্র, কাঠগড়ায় স্বেচ্ছাসেবী সংস্থা!

Alor Fulki- A Classic Documentary: আলোর ফুলকি, কল্পনার নির্যাসে তৈরি অন্য এক রূপকথার খোঁজ

RBI Clarifies On Missing Notes: কোটি কোটি পাঁচশো টাকার নোট উধাও, তথ্যাধিকারের তথ্য উড়িয়ে দিল আরবিআই!