Mukul Roy Missing Mystery: তিনি বিজেপিতেই আছেন,শাহের সঙ্গে দেখা করার অপেক্ষায়, নিখোঁজ রহস্যের পর্দা ফাঁস করে জানালেন মুকুল রায়
দি বেঙ্গলি নিউজরুম ওয়েবডেস্ক: শেষপর্যন্ত মুকুল (Mukul Roy Missing Mystery) রহস্যের পর্দাফাঁস করলেন মুকুল রায় নিজেই। তাঁর রাজনৈতিক পদক্ষেপ নিয়ে বিশ্লেষকদের ধাঁধায় ফেলে মঙ্গলবার রাতে মুকুস নিজেই জানালেন তিনি বিজেপিতেই রয়েছেন (He Is With BJP)। ওই দলের বিধায়ক তিনি। গেরুয়া শিবিরে ফিরতে চান জানিয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করার জন্য উন্মুখ হয়ে রয়েছেন বলে জানিয়ে দিলেন একসময় তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড। সোমবার রাতে ব্যক্তিগত কাজে দিল্লি ছাড়েন মুকুল রায়। যদিও তাঁর ছেলে তিনি নিখোঁজ বলে দাবি করেন। তাঁর পরিবার বিজেপি তাঁকে নোংরা রাজনীতির দিকে ঠেলে দিচ্ছে বলে অভিযোগও জানিয়েছিল। জানানো হয়েছিল তাঁর মানসিক অবস্থা ঠিক নেই। শরীরও অসুস্থ। মঙ্গলবার রাতে প্রাক্তন রেলমন্ত্রী জানান তিনি বিজেপি বিধায়ক এবং বিজেপিতেই থাকতে চান। দল দিল্লিতে তাঁর থাকার ব্যবস্থা করেছে।
অমিত শাহ ও জেপি
নাড্ডার সঙ্গে দেখা করতে চান বলে একটি সংবাদমাধ্যমকে জানান মুকুল রায়। ২০১৭ সালে
তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা সদস্য বিজেপিতে যোগ দেন। ২০২১ সালে বিজেপি প্রার্থী
হিসেবে বিধানসভা ভোটে জেতেন। ফের বিধানসভা থেকে বিধায়ক পদ থেকে ইস্তফা না দিয়ে
তৃণমূল কংগ্রেসে যোগ দেন। মুকুলের দাবি তিনি তৃণমূল কংগ্রেসে যোগ না দেওয়ার
ব্যাপারে একশো শতাংশ নিশ্চিত। ছেলে শুভ্রাংশুকেও বিজেপিতে যোগ দেওয়ার ব্যাপারে
পরামর্শ দিয়েছিলেন মুকুল। সোমবার সন্ধ্যে থেকেই তাঁকে পাওয়া যাচ্ছে না বলে তার
পরিবার দাবি করেছিল। দিল্লিতে এসে সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন তিনি কোনও বিশেষ
কর্মসূচি নিয়ে এখানে আসেননি। জানান তিনি দীর্ঘদিন সাংসদ ছিলেন। দিল্লিতে আসতেই
পারেন। এবার তাঁর নিখোঁজ রহস্যের পর্দাফাস করে আসল কথাটা জানিয়ে দিলেন মুকুল রায়।
জানালেন তিনি বিজেপিতেই আছেন।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন