Death Threat To UP CM: প্রেমিকার বাবার মোবাইল ফোন চুরি করে যোগী আদিত্যনাথকে খুনের হুমকি ব্যর্থ প্রেমিকের!

 

দি বেঙ্গলি নিউজরুম ওয়েবডেস্ক: বাপ রে কি ডানপিটে ছেলে...! তবে উনিশ বছরের ছেলেটিকে ডানপিটে না বলে ভয়ানক বললেও কম বলা হবে। তাকে কেন ভয়ানক বলা হবে, তার কারণ অবশ্যই আছে। ছেলেটি তার প্রেমিকার বাবার মোবাইল ফোন চুরি করে খুনের হুমকি দিয়েছে এমন একজনকে, যিনি আর কেউ নন। তিনি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Death Threat To UP CM)। ফোনে নানা ধরণের হুমকি,এমনকী প্রাণনাশের হুমকি দেওয়ার কথা আগেও শোনা গিয়েছে। কিন্তু এ যে খোদ মুখ্যমন্ত্রীকেই খুনের হুমকি! পুলিশের ১১৯ নম্বরে ফোন করে আদিত্যনাথকে খুনের হুমকির পরেই তোলপাড় শুরু হয়েছে প্রশাসনে। আমিন নামে উনিশ বছরের ছেলেটিকে বেগমপুর্বা থেকে গ্রেফতার করেছে পুলিশ (Police Arrested The Accused)। ছেলের দুঃসাহস দেখে চমকে গিয়েছে প্রশাসনের লোকজন। খোঁজ খবর নিয়ে পুলিশ জানতে পেরেছে প্রেমিকার বাবা তাদের সম্পর্কে খুশি নয় বলে হতাশ আমিন ষড়যন্ত্রের ছক কষে। তারপরই প্রেমিকার বাবার মোবাইল ফোন চুরি করে সে কাজ সারে।


 পুলিশ মেয়েটির বাবা পেশায় ই রিকশ চালকের কাছে খোঁজ নিয়ে জানতে পারে দিন দশেক আগে তার মোবাইল ফোনটি চুরি যায়। আমিনের প্রতিবেশিরা জানায় মেয়েটিকে সে বিয়ে করতে চাইলেও তার বাবা তাতে ঘোরতর আপত্তি জানায়। তারপরই তার ফোন চুরি করে ষড়যন্ত্রের মতলব আঁটে। আমিনকে গ্রেফতার করেছে পুলিশ। জেরায় পুলিশের কাছে অভিযুক্ত তার অপরাধের কথা কবুল করেছে। পুলিশকে জানায় দিন দশেক আগে সে তার প্রেমিকার বাবার মোবাইল ফোন চুরি করে। তার মোবাইল ফোনের সিম ব্যবহার করে সে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে খুনের হুমকি দেয়। ধৃত আমিনের বিরুদ্ধে তিনটি ফৌজদারি মামলা দায়ের করেছে পুলিশ।   

 

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

Girls Trafficking Racket By NGO :গণবিবাহের নামে মেয়ে বিক্রির চক্র, কাঠগড়ায় স্বেচ্ছাসেবী সংস্থা!

Alor Fulki- A Classic Documentary: আলোর ফুলকি, কল্পনার নির্যাসে তৈরি অন্য এক রূপকথার খোঁজ

RBI Clarifies On Missing Notes: কোটি কোটি পাঁচশো টাকার নোট উধাও, তথ্যাধিকারের তথ্য উড়িয়ে দিল আরবিআই!