Mask Compulsory In Three States: ফের কোভিডের চোখ রাঙানি, কেরল,হরিয়ানা-সহ তিন রাজ্যে মাস্ক পরা বাধ্যতামূলক করার সিদ্ধান্ত

 


দি বেঙ্গলি নিউজরুম ওয়েবডেস্ক: দেশজুড়ে ফের চোখ রাঙানি শুরু হয়েছে কোভিডের (Sudden Surge In Covid19)। গত কয়েকদিন ধরে বিভিন্ন রাজ্যে বাড়তে শুরু করেছে মারণ ভাইরাসের দাপাদাপি। এমন পরিস্থিতিতে হরিয়ানা,কেরল ও পুদুচেরিতে ফের মাস্ক পরা বাধ্যতামূলক করার (Mask Compulsory In Three States) সিদ্ধান্ত নিল রাজ্যগুলির সরকার। এ সপ্তাহের গোড়ায় কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডবীয় পরিস্থিতি খতিয়ে দেখতে একটি রিভিউ মিটিংয়ের আয়োজন করেছিলেন। বৈঠকে কোভিড মোকাবিলায় রাজ্যগুলিকে সতর্ক থাকার পাশাপাশি স্বাস্থ্য পরিকাঠামোর প্রস্তুতি খতিয়ে দেখেন। জরুরি পরিস্থিতি মোকাবিলার প্রস্তুতি হিসেবে সরকারি ও বেসরকারি হাসপাতালগুলিতে মড ড্রিলের আয়োজন করা হয়। সংবাদমাধ্যমকে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী আশ্বাস দেন সম্প্রতি কোভিড সংক্রমণের বাড়াবাড়ির জেরে পরিস্থিতি মোকাবিলায় আইসিইউ বেড, অক্সিজেন সরবরাহ ও অন্যান্য কঠিন পরিস্থিতি সামাল দিতে সরকার তৈরি। এবার থেকে প্রতি সপ্তাহে প্রস্তুতি খতিয়ে দেখতে রিভিউ বৈঠক করা হবে। কোভিড অতিমারির চতুর্থ সম্ভাব্য ঢেউ সম্পর্কে কেন্দ্রীয় সরকার জানান এ ব্যাপারে সতর্ক থাকার প্রয়োজন রয়েছে। 

শেষ কোভিড মিউটেশন ছিল ওমিক্রমের সাব ভ্যারিয়েন্ট বিএফ সেভেন। এই মুহুর্তে এক্সবিবি ১.১৬ সাব ভ্যারিয়েন্টের কারণে সংক্রমণের বাড়বাড়ন্ত শুরু হয়েছে। স্বাস্থ্যমন্ত্রকের মতে, তবে এই সাব ভ্যারিয়েন্ট তেমন বিপজ্জনক নয়। আগাম সতর্কতা পদক্ষেপ হিসেবে হরিয়ানা সরকার প্রকাশ্য স্থানে মাস্ক পরা বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নিয়েছে। রাজ্যের স্বাস্থ্য দফতর কোভিড প্রোটোকল মেনে চলার নির্দেশ দিয়েছে। জেলা প্রশাসন ও পঞ্চায়েতগুলিকে কোভিড প্রোটোকল সর্বত্র পালন করা হচ্ছে কিনা, তা দেখতে বলেছে। কেরলেও অন্তঃসত্ত্বা মহিলা ও প্রবীণ-প্রবীণাদের এবং যাদের ডায়াবিটিসের অসুখ রয়েছে, তাদের মাস্ক করা বাধ্যতামূলক করা হয়েছে। কোভিড পরিস্থিতি নিয়ে উচ্চপর্যায়ের বৈঠকের পর বামশাসিত রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী বীণা জর্জ জানান ষাটোর্ধ ব্যক্তিদের মধ্যেই কোভিড সম্পর্কিত মৃত্যুর ঘটনা ঘটছে। যাঁদের ডায়াবেটিসের মতো অসুখ রয়েছে তাঁদের মধ্যে মৃত্যু বাড়ছে। অক্সিজেন সরবরাহ নিশ্চিত করার নির্দেশও দিয়েছেন তিনি। পুদুচেরিতেও হাসপাতাল,হোটেল, রেস্তোরাঁ, মদের দোকান থেকে বিনোদন ক্ষেত্র ও সরকারি বেসরকারি অফিসগুলিতে মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে।       

মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

Girls Trafficking Racket By NGO :গণবিবাহের নামে মেয়ে বিক্রির চক্র, কাঠগড়ায় স্বেচ্ছাসেবী সংস্থা!

Alor Fulki- A Classic Documentary: আলোর ফুলকি, কল্পনার নির্যাসে তৈরি অন্য এক রূপকথার খোঁজ

RBI Clarifies On Missing Notes: কোটি কোটি পাঁচশো টাকার নোট উধাও, তথ্যাধিকারের তথ্য উড়িয়ে দিল আরবিআই!