Violence In Ram Navami And Hanuman Jayanti: রামনবমী, হনুমান জয়ন্তীতে কেন বারবার হিংসা, কতটা উদ্বিগ্ন প্রশাসন?
দি বেঙ্গলি নিউজরুম ওয়েবডেস্ক: রাম নবমী হোক বা হনুমান জয়ন্তী হোক, বছরে এই দুবার পাথর ছোড়া,হিংসা (Violence In Ram Navami And Hanuman Jayanti) এখন নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে। মুসলিমদের (Muslim) রমজান মাস ও আসন্ন ইদের কাছাকাছি হিন্দুদের (Hindu) এই দুই উৎসব হওয়ায় দুই সম্প্রদায়ের মধ্যে সঙ্ঘর্ষ ঘটে থাকে। শুধু পশ্চিমবঙ্গই নয়, সারা দেশের বিভিন্ন রাজ্যে প্রতিবছরই এ ধরণের ঘটনা ঘটতে দেখা যায়। আর সব দোষটা গিয়ে পড়ে রামনবমী ও হনুমানজয়ন্তীতে শোভাযাত্রার আয়োজকদের ঘাড়ে। মনে হতেই পারে, হিন্দুদের উৎসবই তাহলে হিংসার প্রধান কারণ। ফি বছর রামনবমী এবং হনুমান জয়ন্তী ঘিরে উত্তেজনার মাত্রা বেশি হওয়ায় কেন্দ্র ও রাজ্য সরকারগুলিকে হিংসা নিয়ন্ত্রণে সতর্ক হওয়ার নিষেধাজ্ঞা জারি করতে হচ্ছে। এ বছর রামনবমীতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রককে সরকারিভাবে বিজ্ঞপ্তি জারি করতে হয়েছে। নাগরিকদের শান্তি ও সম্প্রীতি বজায় রাখার আর্জি জানানো হয়। এ ধরণের বিজ্ঞপ্তি জারি করার মধ্যে ভুল কিছু নয়।
কয়েক বছর আগে
পর্যন্ত পনেরো আগস্ট ও প্রজাতন্ত্র দিবসে সন্ত্রাসবাদী হামলার আশঙ্কায় এমন সতর্কবার্তা
জারি করা হয়েছিল। একইধরণের সতর্কবার্তা রামনবমী ও হনুমান জয়ন্তীতে জারি করার মতো
পরিস্থিতি তৈরি হয়েছে বলে মনে করা হচ্ছে। প্রশাসনের আশঙ্কা রামনবমী ও হনুমান
জয়ন্তীতে শোভাযাত্রায় পাথর ছোড়াকে কেন্দ্র করে হিংসার পরিস্থিতি তৈরি হতে পারে।
এবার দিল্লির জাহাঙ্গিরপুরীতে হনুমান জয়ন্তীতে আঁটোসাঁটো করা হয়েছে নিরাপত্তা।
গোটা এলাকায় টহলদারি শুরু করেছে দিল্লি পুলিশ। তারা বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে
হনুমান জয়ন্তীতে শোভাযাত্রার অনুমতি দেওয়া হবে না। মূলত আইন শৃঙ্খলা বজায় রাখতেই
এমন উদ্যোগ নিয়েছে প্রশাসন। পুলিশের আশঙ্কা হনুমান জয়ন্তীর মিছিল এইসব এলাকা দিয়ে
গেলে পাথর ছোড়ার ঘটনা ঘটতে পারে, যাতে পরিস্থিতি ঘোরালো হবে। গতবছর জাহাঙ্গিরপুরীতে
হনুমান জয়ন্তীতে শোভাযাত্রীয় পাথর ছোড়ার ঘটনায় পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে উঠেছিল।
সেকথা মাথায় রেখেই এ বছর আগেভাগেই সতর্ক প্রশাসন। কিছুদিন আগে তিরিশে মার্চ
রামনবমীর মিছিল ঘিরে দেশের বিভিন্ন জায়গায় হিংসা,অশান্তির ঘটনা ঘটে। বিশেষ করে
পশ্চিমবঙ্গ ও বিহারে পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে উঠেছিল। রামনবমীর তিন দিন পর এ
রাজ্যের হাওড়া ও হুগলিতে এবং বিহারের সাসারাম,বিহার শরিফে তিনদিন ধরে
হিংসা,অশান্তি চলে। দুটি রাজ্যেই রামনবমীর মিছিলে পাথর ছোড়া ও হিংসার ঘটনা রুখতে
ব্যর্থ হয়েছে পুলিশ। পরিস্থিতি সামাল দিতে ওইসব এলাকায় একশো চুয়াল্লিশ ধারা জারি
করা হয়। আজ হনুমান জয়ন্তীতেও ওইসব এলাকায় কড়া নজরদারি রাখা হয়েছে। মুখ্যমন্ত্রী
মমতা বন্দ্যোপাধ্যায় হিংসার আশঙ্কা করে হুঁশিয়ারি দিয়েছেন। রামনবমীর আগেও হিংসার
আশঙ্কা নিয়ে আগাম হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
.

Nicely written📝 🙏🙏🙏
উত্তরমুছুন