Ten Year Girl Fight Back Against Snatcher : রাস্তায় সোনার চেন ছিনতাই ঠাকুমার, দশ বছরের শিশুকন্যার মারে চম্পট দুষ্কৃতীর

 

দি বেঙ্গলি নিউজরুম ওয়েবডেস্ক : ঠাকুমার সঙ্গে রাস্তায় বেড়াতে বেরিয়েছিল দশ বছরের ছোট্ট মেয়েটি (Ten Year Girl Fight Back Against Snatcher)। সেইসময় বাইকে চড়ে এক ছিনতাইবাজ ঠাকুমার গলার সোনার চেন ছিনিয়ে নেয়। কিন্তু ছিনতাইবাজের পরোয়া না করে তাদের সঙ্গে লড়াই চালায় শিশুটি। যদিও তার লড়াই কাজে আসেনি। প্রাথমিক প্রতিরোধ কাটিয়ে ছিনতাইবাজ চেন নিয়ে পালিয়ে যায়। ঠাকুমা ও নাতনির (Grand Mother And Grand Daughter) ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট হওয়ার পর তা ভাইরাল হয়ে যায়। ঘটনাটি ঘটেছে পুণের মডেল কলোনিতে। ষাট বছরের লতা ঘাগ নাতনি রুতভিকে নিয়ে বাড়ি ফিরছিলেন। সেসময় বাইকে চড়া একজন তাঁকে একটি ঠিকানা জানতে চায়। তারপর গলার চেন ছিনিয়ে নেয়। ছিনতাইকারী জানতো না ছোট্ট মেয়েটি এভাবে পাল্টা রুখে আসবে। রুতভির মারমুখি হওয়ার পর ঠাকুমাও ছিনতাইকারীর মুখে আঘাত করেন। বেগতিক দেখে ছিনতাইকারী বাইক নিয়ে চম্পট দেয়। 



গত বছরের ডিসেম্বর মাসে ঠিক এরকমই একটি ঘটনা ঘটেছিল উত্তরপ্রদেশের মিরাটে। সেখানে কানের রিং নিয়ে পালানোর সময় একটি মেয়ে ও তার ঠাকুমার পাল্টা মারে ছিনতাইকারীরা পালিয়ে যায়। দুজনের সেই পাল্টা মারের ভিডিও ভাইরাল হয়। পরে পুলিশের সঙ্গে এনকাউন্টারে ছিনতাইকারীদের পাকড়াও করে পুলিশ। রাস্তাঘাটে ছিনতাইবাজদের দাপটের ঘটনা এর আগেও একাধিকবার জানা গিয়েছে। নির্জন রাস্তায় মহিলাদেরই তারা শিকার হিসেবে বেছে নেয়। সাধারণত বাইকে চড়েই তারা হামলা চালায় মহিলাদের ওপর। বহুক্ষেত্রেই প্রতিরোধ বা বাধা না পেয়ে কাজ হাঁসিল করে পালিয়ে যায়। কোনও কোনও ক্ষেত্রে পুলিশ তাদের গ্রেফতারও করে থাকে। যদিও তাতে ছিনতাইকারীদের উৎপাত কমেনি। বরং বেড়েই চলেছে।  

 

 

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

Girls Trafficking Racket By NGO :গণবিবাহের নামে মেয়ে বিক্রির চক্র, কাঠগড়ায় স্বেচ্ছাসেবী সংস্থা!

Alor Fulki- A Classic Documentary: আলোর ফুলকি, কল্পনার নির্যাসে তৈরি অন্য এক রূপকথার খোঁজ

RBI Clarifies On Missing Notes: কোটি কোটি পাঁচশো টাকার নোট উধাও, তথ্যাধিকারের তথ্য উড়িয়ে দিল আরবিআই!