No Relief For Mamata By Bombay High Court : বোম্বে হাইকোর্টে জাতীয় সঙ্গীত অবমাননা মামলায় ধাক্কা মমতার

 

দি বেঙ্গলি নিউজরুম ওয়েবডেস্ক: বোম্বে হাইকোর্টে জাতীয় সঙ্গীত অবমাননা নিয়ে অভিযোগ থেকে রেহাই পেলেন না এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ( Mamata Banerjee)। বিচারপতি অমিত বোরকর মমতাকে ওই মামলায় কোনও রেহাই দিলেন না (No Relief For Mamata By Bombay High Court)। জানুয়ারি মাসে সমন জারি নিয়ে সেশনস কোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে বোম্বে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন মুখ্যমন্ত্রী। আবেদনে মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ আইনজীবী জানিয়েছিলেন সমন খারিজ ও ম্যাজিস্ট্রেট আদালতে তদন্তের জন্য পাঠানোর নির্দেশ খারিজের বদলে গোটা মামলাটিকেই খারিজ করা হোক। তবে সেশনসের নির্দেশে কিছু ত্রুটি রয়েছে, তাই হাইকোর্টের তাতে নাক গলানোর কিছু নেই। ২০২২ সালের মার্চে সমাজকর্মী বিবেকানন্দ গুপ্তের দায়ের করা অভিযোগের প্রেক্ষিতে ম্যাজিস্ট্রেট আদালত মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সমন জারি করে। অভিযোগ একটি যশবন্ত রাও অডিটোরিয়ামে বসে থাকা অবস্থায় জাতীয় সঙ্গীত গান করতে শুরু করেছিলেন। অনুষ্ঠান শেষ হওয়ার আগে জাতীয় সঙ্গীত শেষ হওয়ার আগে উঠে দাঁড়িয়ে দুটি স্তবক গান। বিশেষ
আদালতে তাঁর বিরুদ্ধে জারি সমন খারিজ চ্যালেঞ্জ জানান মমতা।

 ২০২৩ সালে জানুয়ারি মাসে প্রক্রিয়াগত কারণে বিশেষ আদালতের বিচারপতি আরএন রোকাডে ম্যাজিস্ট্রেটের জারি করা সমন খারিজ করে নতুন করে অভিযোগ বিবেচনা করার নির্দেশ দেন। আদালতে পেশ করা আবেদনে রাজ্যের মুখ্যমন্ত্রী একই সমন নতুন করে বিবেচনা করার বদলে খারিজ করা নিয়ে চ্যালেঞ্জ করেছিলেন। তাঁর অভিযোগে সমাজকর্মী দাবি করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজ জাতীয় সঙ্গীতকে অপমান ও অসম্মানের সামিল। তাঁর ওই কাজ ১৯৭১ সালের জাতীয় সম্মান আইন অপমান সংক্রান্ত আইনের অধীনে বিবেচনাযোগ্য। তিনি কাফি প্যারেড থানায় অভিযোগ করেন এবং পুলিশ কোনও পদক্ষেপ না নেওয়ায় তিনি মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের কাছে আবেদন করেন।   

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

Girls Trafficking Racket By NGO :গণবিবাহের নামে মেয়ে বিক্রির চক্র, কাঠগড়ায় স্বেচ্ছাসেবী সংস্থা!

Alor Fulki- A Classic Documentary: আলোর ফুলকি, কল্পনার নির্যাসে তৈরি অন্য এক রূপকথার খোঁজ

RBI Clarifies On Missing Notes: কোটি কোটি পাঁচশো টাকার নোট উধাও, তথ্যাধিকারের তথ্য উড়িয়ে দিল আরবিআই!