Chicken Noodles: ঘাতক ব্যাকটেরিয়া, ফ্রিজে রাখা হোটেলের চিকেন নুডলস খেয়ে কিডনি বিকল মরণাপন্ন ছাত্রের!

 


দি বেঙ্গলি নিউজরুম ওয়েবডেস্ক: রাতে হোটেল থেকে আনা খাবারের বাকি অংশ ফ্রিজে রেখে দিয়েছিল বন্ধু (Remains Of Chicken-Noodles)। সেই খাবার খেয়ে গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হতে হল উনিশ বছরের এক ছাত্রকে। ওই নুডলস চিকেন খাওয়ার পর প্রচণ্ড জ্বরের (High Fever)পাশাপাশি সারা রাত প্রবল শারীরিক অস্বস্তির পর তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার পর তার জীবন বাঁচাতে বাদ দিতে হল ওই তরুণ ছাত্রের হাতের অংশ! মর্মান্তিক ঘটনাটি ঘটেছে ব্রিটেনে (Britain)। ফ্রিজে রেখে দেওয়া চিকেন নুডল খাওয়ার পর ভয়ঙ্কর শ্বাসকষ্ট থেকে পেটে ভয়ানক যন্ত্রণা শুরু হয়। সারা শরীরে দাগ ফুটে ওঠে। ধূসর হয়ে যায় ত্বক। হৃদস্পন্দনের গতি দাঁড়ায় প্রতি মিনিটে ১৬৬। তাকে ঘুমের ওষুধ দেওয়া হয়।

চিকিৎসকরা জানিয়েছেন ওই অসুস্থ ছাত্রের কোনও ধরণের এলার্জি ছিল না। এমনকী সে মদও খায় না। টানা কুড়ি ঘণ্টা ধরে প্রবল কষ্ট চলার পর তার সেই ভয়ঙ্কর যন্ত্রণা,অস্বস্তি দূর হয়। চিকিৎসক জানিয়েছেন হাসপাতালে নিয়ে আসার আগে ছাত্রটির পেটে অসম্ভব ব্যথা হচ্ছিল আর চামড়ার রং বিবর্ণ হয়ে গিয়েছিল। যে ব্যাকটেরিয়া থেকে তার এমন অবস্থা সেটি হল নেইসেরিয়া মেনিংটাইডেস।  নাকের ভেতরে এই ব্যাকটেরিয়া নিজের অজান্তেই ঢুকে পড়ে ভয়ঙ্কর উৎপাত শুরু করে। দশজনের মধ্যে একজনের নাকের ভেতর এ ধরণের ব্যাকটেরিয়া থাকে। মোট ছ ধরণের এই ব্যাকটেরিয়া রয়েছে। ব্যাকটেরিয়ার আক্রমণে ছাত্রটির কিডনি অকেজো হয়ে গিয়েছিল। রক্তও জমাট বেঁধে গিয়েছিল। চিকিৎসকদের তৎপরতায় রক্ষা পায় ছাত্রটি। খবরটি জানিয়েছে ব্রিটেনের একটি ম্যাগাজিন।     

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

Girls Trafficking Racket By NGO :গণবিবাহের নামে মেয়ে বিক্রির চক্র, কাঠগড়ায় স্বেচ্ছাসেবী সংস্থা!

Alor Fulki- A Classic Documentary: আলোর ফুলকি, কল্পনার নির্যাসে তৈরি অন্য এক রূপকথার খোঁজ

RBI Clarifies On Missing Notes: কোটি কোটি পাঁচশো টাকার নোট উধাও, তথ্যাধিকারের তথ্য উড়িয়ে দিল আরবিআই!