New Face Of Unity Of Opposition : রাহুলের সাংসদপদ খারিজে মমতা-কেজরিওয়ালের একসুর, পথ প্রশস্ত হচ্ছে বিরোধী ঐক্যের ?

দি বেঙ্গলি নিউজরুম ওয়েবডেস্ক: রাহুল গান্ধীর (Rahul Gandhi) সাংসদ পদ খারিজের ঘটনা বিরোধী ঐক্যের ভিত (New Face Of Unity Of Opposition) শক্ত করার রাস্তা পরিষ্কার করে দিতে চলেছে? ২০১৯ সালে কর্ণাটকে লোকসভা ভোটের আগে সে রাজ্যে ভোট প্রচারে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Prime Minister Narendra Modi) পদবি নিয়ে মন্তব্য করেছিলেন রাহুল। বলেছিলেন সব চোরেদেরই কি মোদী পদবি? তাঁর সেই বিতর্কিত মন্তব্যের বিরুদ্ধে ফৌজদারি মামলা করেছিলেন গুজরাতের প্রাক্তনমন্ত্রী ও বর্তমান বিজেপি বিধায়ক পূর্ণেশ মোদী। সেই মামলায় বৃহস্পতিবার সুরাতের আদালত কংগ্রেস সাংসদকে দোষী সাব্যস্ত করে দু বছরের কারাবাসের সাজা দেয়। তারপরই শুক্রবার রাহুলের সাংসদ পদ খারিজ করে দেয়। এর জেরে ক্ষোভ-প্রতিবাদে ফেটে পড়েন কংগ্রেস কর্মীরা। রাহুল কাণ্ডে অরবিন্দ কেজরিওয়াল ও মমতা বন্দ্যোপাধ্যায়কে একসুরে বিজেপির স্বৈরতান্ত্রিক পদক্ষেপ ও গণতন্ত্রের অবনতি নিয়ে প্রতিক্রিয়া জানাতে দেখা গেল। বলা যেতে পারে আগামী লোকসভা ভোটের আগে গেরুয়া শিবিরের বিরুদ্ধে বিরোধীদের এককাট্টা হওয়ার একটা সুযোগ এনে দিল। আর এনিয়ে ইতিমধ্যেই জোর চর্চা শুরু হয়ে গিয়েছে দেশের রাজনৈতিক মহলে। 

কিছুদিন আগে বিরোধী দলগুলির মধ্যে যে বৈরিতার ভাব প্রকট হয়ে উঠেছিল, সে ভাব কেটে গিয়ে নতুন এক আশার আলো তৈরি হতে শুরু করেছে। রাজনৈতিক মহলের ধারণা, রাহুলের জেল ও সাংসদপদ খারিজের ঘটনা আসন্ন লোকসভা ভোটে বিরোধী ঐক্যকে ভালোমতো ডিভিডেন্ড দেবে। সেইসঙ্গে ইগো সরিয়ে বিরোধী দলগুলি বিজেপির বিরুদ্ধে জোরালো জবাব দিতে পারে বলেও মনে করা হচ্ছে। গত মেঘালয় বিধানসভা ভোটে শিলংয়ে দলীয় প্রচারে এসে তৃণমূল নেত্রী তথা এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যেপাধ্যায়কে নজিরবিহীন ভাষায় আক্রমণ করে গিয়েছিলেন রাহুল। তাঁর দলকে বিজেপির দোসর বলে বর্ণনা করেছিলেন তিনি। পাল্টা দলের নেতা কর্মীদের সভায় মমতা পাল্টা আক্রমণ করেন মমতা। অন্যদিকে আপের অরবিন্দ কেজরিওয়ালের কড়া সমালোচনা করছিলেন রাহুল। আপাতদৃষ্টিতে মনে হয়েছিল বিরোধীদের এহেন ছত্রভঙ্গ অবস্থা বিজেপির সুবিধে করে দেবে। কিন্তু এবার রাহুলের জেল ও সাংসদপদ খারিজের পর সেই ফাটল কতটা জোড়া লাগল বা আখেরে কতটা লাভ দেবে, এখন সেটাই দেখার। 


মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

Girls Trafficking Racket By NGO :গণবিবাহের নামে মেয়ে বিক্রির চক্র, কাঠগড়ায় স্বেচ্ছাসেবী সংস্থা!

Alor Fulki- A Classic Documentary: আলোর ফুলকি, কল্পনার নির্যাসে তৈরি অন্য এক রূপকথার খোঁজ

RBI Clarifies On Missing Notes: কোটি কোটি পাঁচশো টাকার নোট উধাও, তথ্যাধিকারের তথ্য উড়িয়ে দিল আরবিআই!