New Face Of Unity Of Opposition : রাহুলের সাংসদপদ খারিজে মমতা-কেজরিওয়ালের একসুর, পথ প্রশস্ত হচ্ছে বিরোধী ঐক্যের ?
কিছুদিন আগে বিরোধী দলগুলির মধ্যে যে বৈরিতার ভাব প্রকট হয়ে উঠেছিল, সে ভাব কেটে গিয়ে নতুন এক আশার আলো তৈরি হতে শুরু করেছে। রাজনৈতিক মহলের ধারণা, রাহুলের জেল ও সাংসদপদ খারিজের ঘটনা আসন্ন লোকসভা ভোটে বিরোধী ঐক্যকে ভালোমতো ডিভিডেন্ড দেবে। সেইসঙ্গে ইগো সরিয়ে বিরোধী দলগুলি বিজেপির বিরুদ্ধে জোরালো জবাব দিতে পারে বলেও মনে করা হচ্ছে। গত মেঘালয় বিধানসভা ভোটে শিলংয়ে দলীয় প্রচারে এসে তৃণমূল নেত্রী তথা এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যেপাধ্যায়কে নজিরবিহীন ভাষায় আক্রমণ করে গিয়েছিলেন রাহুল। তাঁর দলকে বিজেপির দোসর বলে বর্ণনা করেছিলেন তিনি। পাল্টা দলের নেতা কর্মীদের সভায় মমতা পাল্টা আক্রমণ করেন মমতা। অন্যদিকে আপের অরবিন্দ কেজরিওয়ালের কড়া সমালোচনা করছিলেন রাহুল। আপাতদৃষ্টিতে মনে হয়েছিল বিরোধীদের এহেন ছত্রভঙ্গ অবস্থা বিজেপির সুবিধে করে দেবে। কিন্তু এবার রাহুলের জেল ও সাংসদপদ খারিজের পর সেই ফাটল কতটা জোড়া লাগল বা আখেরে কতটা লাভ দেবে, এখন সেটাই দেখার।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন