Human Rights Violations In India : হিংসা, বাকস্বাধীনতায় হস্তক্ষেপ থেকে ব্যক্তিগত গোপনীয়তায় উঁকিঝুঁকি, ভারতে মানবাধিকার লঙ্ঘন নিয়ে চাঞ্চল্যকর মার্কিন রিপোর্ট !
দি বেঙ্গলি নিউজরুম ওয়েবডেস্ক: গুজরাত দাঙ্গা নিয়ে বিবিসির বিতর্কিত তথ্যচিত্র ও এদেশে গণতন্ত্রের দমবন্ধ করা পরিস্থিতি নিয়ে ব্রিটেনে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর মন্তব্য নিয়ে হইচইয়ের মধ্যেই বিজেপি শাসিত ভারতকে ফের প্রশ্ন চিহ্নের সামনে দাঁড় করিয়ে দিল মার্কিন যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র সচিবের প্রকাশ করা একটি রিপোর্ট (US Government Report)। চাঞ্চল্যকর সেই রিপোর্টে ভারতে একাধিক মানবাধিকার লঙ্ঘনের ঘটনা (Human Rights Violations In India) তুলে ধরা হয়েছে যে রিপোর্টে ২০২২ সালে বিচারবহির্ভূত হত্যা, অমানবিক অত্যাচার, বন্দিদের প্রতি পুলিশ ও জেল কর্তৃপক্ষের কুৎসিৎ ব্যবহার এবং ভারতের জেলগুলিতে ভয়ঙ্কর পরিস্থিতি নিয়ে অস্বস্তিকর তথ্য প্রকাশ পেয়েছে। রিপোর্টটি পেশের পরেই শুরু হয়েছে তোলপাড়।
রিপোর্টে জানানো হয়েছে ২০২২ সালে রাজনৈতিক কর্মীদের
একতরফা গ্রেফতার বা আটক, নাগরিকদের গোপনীয়তায় বেআইনিভাবে হস্তক্ষেপ, হিংসা ও হুমকি
সহ বাক স্বাধীনতায় নিয়ন্ত্রণ, সাংবাদিকদের বিনাবিচারে গ্রেফতার বা মামলা এবং নাগরিকদের
বাক স্বাধীনতায় রাশ টানতে জোর করে অপরাধমূলক আইন প্রয়োগ করা হয়েছে। এ ব্যাপারে
বিস্তারিত রিপোর্টে জানানো হয়েছে। যদিও মার্কিন সরকারের মানবাধিকার লঙ্ঘন নিয়ে
একই ধরণের রিপোর্ট নয়া দিল্লি মানতে চায় না। কেন্দ্রীয় সরকার জানিয়েছে ভারতে
অত্যন্ত সুদৃঢ়ভাবে গণতান্ত্রিক কাঠামো প্রতিষ্ঠিত রয়েছে এবং সবার মানবাধিকার
সুরক্ষিত করার সবরকম পদক্ষেপ সুনিশ্চিত। মার্কিন রিপোর্টে ইন্টারনেটে স্বাধীনতায়
নিয়ন্ত্রণ, শান্তিপূর্ণ জমায়েতে হস্তক্ষেপ এবং অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক মানবাধিকার
সংগঠনগুলির মধ্যে হেনস্থার ঘটনা ঘটেছে। পাশাপাশি স্বামী-স্ত্রীর মধ্যে হিংসা, যৌন
হেনস্থা, শিশুদের ওপর অত্যাচার,নারী হত্যা-সহ লিঙ্গ নির্ভর হিংসা সংক্রান্ত ঘটনায়
বিশ্বাসযোগ্যতা প্রমাণে তদন্তের অভাবের কথা জানানো হয়েছে রিপোর্টে। মার্কিন
রিপোর্টে ধর্মীয় ভিত্তিতে জাতিগত ও সংখ্যালঘু সদস্যরা সামাজিক মর্যাদা এবং
লিঙ্গভিত্তিক হিংসার শিকার হওয়ার কথা রয়েছে রিপোর্টে। একইসঙ্গে জানানো হয়েছে
নাগরিকরা বাকস্বাধীনতা উপভোগ করলেও সরকার জাতীয় স্বার্থে তা নিয়ন্ত্রণের চেষ্টা
চালিয়ে গিয়েছে।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন