Bilkis Bano Case : গুজরাতে সরকারি মঞ্চে বিজেপি সাংসদ ও বিধায়কের সঙ্গে বিলকিস বানো গণধর্ষণ মামলায় সাজাপ্রাপ্ত !
দি বেঙ্গলি নিউজরুম ওয়েবডেস্ক: গুজরাতে একটি সরকারি অনুষ্ঠানে একইমঞ্চে বিজেপি সাংসদ, বিধায়ক নেতাদের সঙ্গে উপস্থিত ২০০২ সালে বিলকিস বানো গণধর্ষণ মামলায় (Bilkis Bano Case) অভিযুক্ত! এই মুহূর্তে গণধর্ষণ মামলায় অভিযুক্তদের মুক্তির নির্দেশকে চ্যালেঞ্জ করে মামলা চলছে দেশের সর্বোচ্চ আদালতে (Supreme Court)। আর তারই মধ্যে সম্প্রতি গুজরাতের দাহোদের কারমাদি গ্রামে ভিডিওয় দেখা গেল গণধর্ষণ মামলায় মুক্ত একজন বিজেপি নেতাদের সঙ্গে মঞ্চে রয়েছে ( Convicted Present With BJP MP And MLA)। গত পঁচিশ তারিখে ওই গ্রামে গ্রুপ ওয়াটার সাপ্লাই প্রকল্পের একটি সরকারি অনুষ্ঠান হয়। সেখানে বিলকিস বানো গণধর্ষণ মামলায় মুক্ত শৈলেশ চিমনলাল ভাট দাহোদের সাংসদ যশবন্ত সিং ভাভোর, তাঁর ভাই বিধায়ক শৈলেশ ভাবোর রয়েছেন। ভিডিওয় দেখা গিয়েছে গণধর্ষণ মামলায় মুক্তিপ্রাপ্ত শৈলেশ চিমনলাল তাঁদের সঙ্গে ছবি তোলার পাশাপাশি পুজো অর্চনায় অংশ নিয়েছেন। বিজেপি সাংসদ ও তাঁর বিধায়ক ভাই ভিডিওটি টুইট করেছেন। যদিও তাঁদের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
গত
বছরে স্বাধীনতা দিবসে বিলকিস বানো গণধর্ষণ মামলায় অভিযুক্ত এগারোজন
সাজাপ্রাপ্তকে মুক্তি দেওয়া হয়। এই ঘটনায় দেশজুড়ে প্রবল বিতর্ক দেখা দেয়। ২০০৮ সালে
বিলকিস বানো গণধর্ষণ ও তাঁর পরিবারের সাত সদস্যকে খুনের দায়ে এগারোজনকে
যাবজ্জীবন সাজা দেয় আদালত। নিহতদের মধ্যে বিলকিসের সাত বছরের শিশুসন্তানও ছিল।
২০০২ সালে করসেবকের মৃত্যুর পর ৫৯জন
গুজরাতে ব্যাপক হিংসাত্মক ঘটনার সময় গণধর্ষণের ঘটনাটি ঘটে। গত মাসে প্রধান বিচারপতি
ডিওয়াই চন্দ্রচূড় ও বিচারপতি পিএস নরসিমহা ও জেবি পরদিওয়ালা আবেদনকারী বিলকিস
বানোকে আশ্বাস দেন সাজাপ্রাপ্তদের মু্ক্তির আদেশের বিরুদ্ধে নতুন একটি বেঞ্চ গড়ে
শীঘ্রই আবেদনের শুনানি হবে। সাজাপ্রাপ্তদের মুক্তির বিরুদ্ধে একাধিক আবেদন জমা
পড়ে। তাঁদের মধ্যে ছিলেন তৃণমূল কংগ্রেসের সাংসদ মহুয়া মৈত্র, সিপিএমের
পলিটব্যুরো সদস্য সুভাষিনী আলি ও আরও অনেকে। মোট দুটি আবেদন করেছেন বিলকিস।
একটিতে ২০২২ সালের নির্দেশ পর্যালোচনার আবেদন করেছেন তিনি। অন্যটি গুজরাত সরকারকে
সাজাপ্রাপ্তদের মুক্তির বিষয়টি খতিয়ে দেখা নিয়ে আবেদন।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন