Gold, Silver, Electric Chimney Price: পয়লা এপ্রিল থেকে আরও দামি হচ্ছে সোনা, গয়না, দাম কমছে স্মার্ট ফোনের
দি বেঙ্গলি নিউজরুম ওয়েবডেস্ক: ফের আরও দামি হতে চলেছে সোনা। কেন্দ্রীয় সরকার ঘরোয়া শিল্পকে চাঙ্গা করার উদ্দেশ্যে রফতানি শুল্ক বাড়ানোর পরিকল্পনা নেওয়ায় আগামী পয়লা এপ্রিম থেকে দাম বাড়তে চলেছে (Gold, Silver, Electric Chimney Price) সোনা-সহ বেশ কিছু জিনিসের। পাশাপাশি বেসরকারি বিমান,হেলিকপ্টার, বৈদ্যুতিন জিনিসপত্র, প্লাস্টিক জিনিস, গয়না, উচ্চমানের কাগজ ও ভিটীমিনের দাম বাড়তে চলেছে। এবারের বাজেটে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ ঘোষণা করেছিলেন ক্যামেরা ও স্মার্ট ফোনের দাম পয়লা এপ্রিল থেকে কমে যাওয়ার পাশাপাশি বৈদ্যুতিক চিমনি ও সোনা, প্ল্যাটিনামের জিনিসপত্রে দাম বাড়বে। কাপড়চোপড়, ফ্রোজেন মাসলস, ফ্রোজেন স্কুইড,আসাফোটিডা ও কোকো বিনের ওপরে কর কমানোর সিদ্ধান্ত নিয়ে কেন্দ্রীয় সরকার। বাড়তি হিসেবে অ্যাসিটিক অ্যাসিড, কাটা ও পালিশ করা হিরে এবং পেট্রোপণ্যে ব্যবহৃত রাসায়নিক ও সেল ফোনের ক্যামেরার ওপর শুল্ক কমানো হবে।
পাশাপাশি সাম্প্রতিক বাজেটে দীর্ঘকালীন উন্নয়নের
কৌশল হিসেবে সরকারি ইচ্ছেকে বাস্তবায়িত করতে বেশ কিছু জিনিসে রফতানি শুল্ক
বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে। কেন্দ্রীয় অর্থমন্ত্রীর দাবি কিচেনের বৈদ্যুতিন
চিমনির শুল্ক ৭.৫ শতাংশ থেকে বাড়িয়ে ১৫ শতাংশ করেছে কেন্দ্রীয় সরকার। এও দাবি
করেন গবেষণাগারে তৈরি হিরের জন্য ব্যবহৃত মূল শুল্কের পরিমাণ কমিয়ে দিয়েছে। পয়লা
এপ্রিল থেকে যে যে জিনিসের দাম বাড়তে চলেছে, সেগুলো হল- সোনা. গয়না, প্ল্যাটিনাম,
ঘরের জন্য বৈদ্যুতিন চিমনি, রফতানি করা জিনিসপত্র, সিগারেট এবং রূপোর তৈরি
বাসনপত্র। যে যে জিনিসের দাম কমছে সেগুলো হল খেলনা, বাইসাইকেল, টিভি, মোবাইল
ফোন, বৈদ্যুতিক গাড়ি, এলইডি টিভি ও ক্যামেরার লেন্স।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন