Arrested Woman Sub Inspector: ঘুষ নিতে গিয়ে হাতেনাতে ধরা পড়লেন প্রজাতন্ত্র দিবসে সৎ কর্মী হিসেবে সম্মানিত মহিলা পুলিশ অফিসার!

 


      

দি বেঙ্গলি নিউজরুম ওয়েবডেস্ক: গত বছর প্রজাতন্ত্র দিবসে ভালো কাজ ও সততার জন্য সম্মানিত হয়েছিলেন তিনি (Honoured For Good Work And Honesty) । সম্মানিত করা হয়েছিল পদক দিয়ে। এক মহিলার কাছ থেকে পাঁচ হাজার টাকা ঘুষ নিতে গিয়ে (Bribe) হাতেনাতে ধরা পড়লেন পুলিশের সেই সাব ইনস্পেক্টর মুন্নি দেবী (Arrested Woman Sub Inspector)। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে হরিয়ানার ভিওয়ানিতে। ভিওয়ানি খেরা থানায় তিনি সাব ইনস্পেক্টর পদে কর্মরত তিনি। সেখানে একটি মহিলার টাকা উদ্ধারের অভিযোগ করা হয়েছিল দুর্নীতি দমন বিভাগে। মামলার তদন্তকারী অফিসার ছিলেন মুন্নি দেবী। তদন্তচলাকালীন তিনি ওই মহিলার কাছে পাঁচ হাজার টাকা দাবি করেন। অভিযোগকারিণীর কাছ থেকে অভিযোগ পেয়ে টিম গড়ে ফাঁদ পাতে দুর্নীতিবিরোধী ব্যুরো। 

দেশের নাগরিকদের সংবিধান ও আইন নিয়ে সজাগ করার কাজে যুক্ত ন্যাশনাল ক্রাইম ইনভেস্টিগেশন ব্যুরো টুইটারে সাব ইনস্পেক্টরের গ্রেফতারের ভিডিওটি পোস্ট করে। তারপর থেকেই ভিডিওটি ভাইরাল হয়। এনআইসিবি জানিয়েছে গতকাল এক অভিযোগকারিণীর কাছ থেকে পাঁচ হাজার টাকা ঘুষ নেওয়ার সময় মুন্নি দেবী নামে ওই সাব ইনস্পেক্টরকে হাতেনাতে গ্রেফতার করা হয়েছে। এনআইসিবি আরও জানিয়েছে ধৃত সাব ইনস্পেক্টর গত বছর প্রজাতন্ত্র দিবসে দায়িত্বের সঙ্গে কর্তব্য পালন ও সততার জন্য সম্মানিত হয়েছিলেন। এই ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বিশেষ করে তাঁর মতো একজন সৎ পুলিশ ইনস্পেক্টর যে ঘুষ নিতে গিয়ে ধরা পড়বেন, তা বিশ্বাস করে উঠতে পারছেন না অনেকেই।      

 

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

Girls Trafficking Racket By NGO :গণবিবাহের নামে মেয়ে বিক্রির চক্র, কাঠগড়ায় স্বেচ্ছাসেবী সংস্থা!

Alor Fulki- A Classic Documentary: আলোর ফুলকি, কল্পনার নির্যাসে তৈরি অন্য এক রূপকথার খোঁজ

RBI Clarifies On Missing Notes: কোটি কোটি পাঁচশো টাকার নোট উধাও, তথ্যাধিকারের তথ্য উড়িয়ে দিল আরবিআই!